বৃষ্টির দেখা নেই, দ্রুত বাড়বে বৈশাখের দাপটঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগর থেকে আচমকাই পূবালী বায়ু প্রবেশ করার কারণে বাংলার আবহাওয়ায় (weather) কিছুটা বদল ঘটেছে। কিছুটা হলেও কমেছিল তাপমাত্রার পারদ। তারই মধ্যে আবার শনিবার বেশকিছু এলাকায় দুএক পশলা বৃষ্টি হতেও দেখা গিয়েছে। পরিবেশ আগের থেকে অনেক বেশি শান্তির হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আচমকাই পূবালী বায়ু প্রবেশ করায়, আবহাওয়ার এই পরিবর্তন বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এই পূবালী বায়ুর ফলে তাপমাত্রার পারদ বেশকিছুটা নেমে গিয়েছে। যাতে করে বেজায় খুশি বঙ্গবাসী। তবে আগামী ২৩ থেকে ২৪ শে এপ্রিলের মধ্যে তাপমাত্রার পারদ উর্দ্ধগামী হওয়ার প্রবল সম্ভাবনা। যার জেরে ৪০ ডিগ্রির ঘর ছুঁয়ে যেতে পারে তাপমাত্রার পারদ।

rain66 1599989498

আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় মূলত আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার কিছুটা করে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই কিছুটা আবছা আবহাওয়া বিরাজ করছে কলকাতার চারপাশে। কখনও ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে সূর্যের কিরণ। তবে বেলা বাড়তেই তাপমাত্রার পারদ বৃদ্ধির তীব্রতা অনুভূত হবে বলেও ধারণা করা হচ্ছে।

808373 weather ahm

বঙ্গে পূবালী বায়ু প্রবেশের ফলে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী থাকলেও, বৃষ্টির সেভাবে কোন সম্ভাবনা নেই। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বেশকিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর