বাংলা হান্ট ডেস্কঃ দেশ তথা আমাদের এই রাজ্যেও রোজই উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি। এমতাবস্থায় অক্সিজেনের ঘাটতি মেটাতে জোর কদমে প্লান্ট তৈরির কাজ শুরু হলো কৃষ্ণনগর জেলা হাসপাতালে। বাংলায় ৯৩ অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে সরকার। আপাতত মাত্র ছটি প্লান্ট তৈরি করারই অনুমোদন মিলেছে।
সপ্তম দফার ভোট মিটতেই নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে কোভিড বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সূত্রের খবর অনুযায়ী সেই বৈঠকেই সরকারের তরফে জানানো হয় এ রাজ্যে এই মুহূর্তে অক্সিজেনের কোনো ঘাটতি নেই। প্রয়োজনে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা যেতে পারে।
তবে নদীয়ার পরিস্থিতি উদ্বেগজনক, অন্তত এমনটাই জানা গিয়েছে সূত্র তরফে। এমনকি পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মারা গিয়েছেন অনেকেই। কার্যত, এদিনও একই ছবি দেখা গেলা খোদ কৃষ্ণনগর জেলা হাসপাতালে। বেসরকারি সংস্থা থেকে আনা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে থাকতে দেখা গেল করোনা আক্রান্তের পরিবারকে। যদিও অক্সিজেন ঘাটতির কথা সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে।তবুও জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে বেসরকারি সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেখেছেন ওই পরিবারের সদস্যরা। এর জন্য সুপারের লিখিত অনুমতিও নিয়েছেন তারা। এমতাবস্থায় হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট তৈরি হলে যে অনেকটাই সুরাহা হবে রোগীদের তা বলাই বাহুল্য।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা