একান্তে থাকার সুযোগ আরও সহজ হলো OYO-তে, যুগলদের স্বস্তি দিয়ে বদলালো নিয়ম

Published on:

Published on:

OYO has changed its rules regarding private stays for couples
Follow

বাংলা হান্ট ডেস্ক: সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটাতে চাইলে পরে উপযুক্ত জায়গা হয়ে উঠেছে ওয়ো (OYO)। কারণ অনেকে সম্পর্কর গুরুত্ব বাড়ানোর জন্য কফি শপের বদলে চার দেওয়াল খুঁজছে। যার ফলে OYO ছাড়া নির্ভরযোগ্য জায়গা আর কী হতে পারে। তাই এবার ওর হোটেল বুকিং এর জন্য আসলো আরও স্বস্তির খবর। পাশাপাশি নিয়মকানুনও আনারক হচ্ছে বড় বদল। যেনে নিন সেই বিষয়ে বিস্তারিত।

OYO-তে যুগলদের জন্য একান্তে থাকার নিয়মে বদল (OYO)

হোটেল জগতের অন্যতম নাম OYO। ব্যবসা শুরু হওয়ার পর থেকেই হোটেল সম্পর্কে আমজনতা ধারণায় পাল্টিয়ে ফেলেছে এই হসপিটালিটি টেক সংস্থা। কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি নিমিষেই পছন্দের হোটেল বুক করে ফেলতে পারবেন সহজে। পাশাপাশি একসঙ্গে থাকার সুযোগ পেতেন অবিবাহিত যুগলরাও। যার ফলে স্বাভাবিকভাবে এই হসপিটালিটি টেক সংস্থা জনপ্রিয়তা তুঙ্গে।

OYO has changed its rules regarding private stays for couples

আরও পড়ুন: সকালের খাবারকে স্বাস্থ্যকর করুন মুগ ডাল দিয়ে , জানুন এই ভিন্ন স্বাদের টোস্ট রেসিপিটি

এছাড়াও বর্তমান যুগের ছেলে মেয়েদের কাছে জনপ্রিয় এই সংস্থা। ভিড়ের থেকে দূরে থেকে একান্তে সময় কাটানোর বেস্ট জায়গা এটি। তাছাড়া এই অ্যাপ ভিত্তিক হোটেলগুলোতেই প্রথম অবিবাহিত যুগলদের রুম ভাড়া দেওয়া হয়। যা নিয়ে বিতর্কও হয়েছে একাধিক সময়। তবে এই বিতর্কের মাঝেই আবার OYO নাম বদলে হয় PRISM। নাম বদলের পাশাপাশি এবার ঘর বুকিংয়ের নিয়মেও আনা হল বড়সড় রদবদল।

তবে আগে OYO-তে ঘর বুকিং করতে গেলে আধার কার্ড দেখানো বাধ্যতামূলক ছিল। আর পাঁচটা হোটেলের বুকিং এর ক্ষেত্রেই সে নিয়ম বৈধ। তবে এবার তার সঙ্গে আধার কার্ডের ফটোকপিও জমা দিতে হতো। তবে এবার আর আধার কার্ড দেখাতে হলেও, দিতে হবে না কোন ফটোকপি। কারণ, আধারের মতো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা রাখার ফলে গোপনীয়তা লঙ্ঘন হয়। তাই এই নিয়ম মোটেই ঠিক নয়।

এই নতুন নিয়মের ফলে বহু যুগল যে সত্যি পেতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এছাড়া এই নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞাপন জারি হতে চলেছে (OYO)।