বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের চতুর্থ দফার নির্বাচনের দিনে প্রচারে শিলিগুড়ি যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি একটি জনসভা করেন। নরেন্দ্র মোদী বাগডোগরা বিমান বন্দরে নামতেই এক ব্যক্তিকে বুকে টেনে নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই ব্যক্তিকে বাগডোগরা বিমানবন্দরে নিজের বুকে টেনে নেন, তিনি আর কেউ নন তিনি হলেন অ্যাম্বুলেন্স দাদা নামে খ্যাত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সমাজসেবক করিমুল হোক। অ্যাম্বুলেন্স দাদা অসহায় এবং অভাবি মানুষদের সাহায্যের জন্য নিজের বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়েছেন। হাজার হাজার মানুষকে তিনি নিজের এই বাইক অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দিয়ে তাঁদের প্রাণ বাঁচিয়েছেন। আর এই কারণে ওনাকে কেন্দ্র সরকারের তরফ থেকে পদ্মশ্রী পুরস্কারও দেওয়া হয়।
West Bengal: Padma awardee Karimul Haque, also known as 'Bike Ambulance Dada' met PM Modi upon his arrival at Bagdogra Airport, today
Haque was awarded Padma award for his unique way of social service by ferrying patients to medical facilities on his motorbike in Jalpaiguri Dist pic.twitter.com/nFj8YKCPID
— ANI (@ANI) April 10, 2021
করিমুল হক একটি চা বাগানে কাজ করতেন, তখন ওনার এক সঙ্গী আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তিনি অ্যাম্বুলেন্সকে ফোন করেছিলেন, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় নিয়ে নেয়। আর এরপর করিমুল হক নিজের সঙ্গীকে পিঠের মধ্যে বেঁধে আরেকজনকে বাইকে বসিয়ে ৪৫ কিমি দূর হাসপাতালে নিয়ে যান। সেই সময় করিমুল হকের কারণে তাঁর সঙ্গীর প্রাণ বেঁচে যায়। এরপর থেকেই করিমুল হক এভাবে মানুষকে পরিষেবা দিয়ে আসছেন।
করিমুল হকের বাইক অ্যাম্বুলেন্স এখন শুধু জলপাইগুড়িই না, গোটা বাংলা তথা ভারতে খ্যাতি অর্জন করেছে। তিনি যেই এলাকায় কাজ করতেন, সেখানকার রাস্তা অনেক খারাপ। অ্যাম্বুলেন্স চাইলেও সেখানে ঢুকতে পারে না। আর তখনই মানুষ করিমুল হককে ফোন করে, আর তিনিও নিজের বাইক অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছে যান। করিমুলবাবু এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে নিজের বাইক অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন। বিনামূল্যে বাইক পরিষেবা বাদ দিয়েও করিমুল হক বিনামূল্যে ফার্স্ট এইড পরিষেবাও দিয়ে থাকেন।