বাংলাহান্ট ডেস্ক : আর পাক্কা এক সপ্তাহ বাকি উমার আগমনে। শেষ মুহূর্তের প্রস্তুতির সঙ্গে সঙ্গে পেটপুজোর প্ল্যানিংও সেরে নিচ্ছেন ভোজনরসিকরা। আর শারদীয়ায় পেটপুজো মানেই ইলিশের (Hilsa Fish) প্রসঙ্গ তো আসবেই। এবার পুজোর আগে বাজারে বিভিন্ন জায়গার ইলিশের দেখা মিলছে। উপরন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে পুজোর মুখেই নতুন করে মুখ ভার হয়েছে আকাশের। এই আবহাওয়ায় মৎস্যজীবীদের জালেও ধরা পড়ছে রূপোলি শষ্য। এমনকি সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশও (Hilsa Fish)।
কম দামে মিলছে টাটকা পদ্মার ইলিশ (Hilsa Fish)
মুর্শিদাবাদের বাজারেই পাওয়া যাচ্ছে বড় সাইজের উৎকৃষ্ট মানের পদ্মার ইলিশ (Hilsa Fish)। এখনও রয়েছে ইলিশের মরশুম। ভরা মরশুমে পুজোর মুখে মুর্শিদাবাদের বাজারে পাওয়া যাচ্ছে পদ্মার টাটকা ইলিশ (Hilsa Fish)। জানা যাচ্ছে, এক থেকে দেড় কেজি ওজনের রূপোলি শষ্য ধরা দিচ্ছে মৎস্যজীবীদের জালে।
কত করে চলছে দর: পাইকারি বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ (Hilsa Fish) বিকোচ্ছে ১২০০-১৩০০ টাকা কেজি দরে। থালায় করে বিক্রি হচ্ছে টাটকা রূপোলি শষ্য। অন্যদিকে খুচরো বাজারে এই ইলিশের (Hilsa Fish) দাম রয়েছে ১৫০০-১৬০০ টাকা প্রতি কেজি। সংখ্যায় তুলনামূলক কম হলেও সূত্রের খবর, পদ্মার ইলিশের মান ভালো এবং দামও রয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।
আরও পড়ুন : প্রাক্তন নায়িকাদের মাঝে অনুপস্থিত বর্তমান, দেবের মেগা ইভেন্টে দেখা মিলল না রুক্মিণীর! তুঙ্গে জল্পনা
বাজার ছয়লাপ রূপোলি শষ্যে: পুজোর মুখে শহর ও শহরতলির বাজারে ইলিশের (Hilsa Fish) ছড়াছড়ি, যা দেখে চওড়া হাসি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মুখেই। লালগোলার মীন বাজারের পাশাপাশি জলঙ্গির খোলা বাজার, বহরমপুর, স্বর্ণময়ী বাজার, রাতের কোর্ট মার্কেটেও পাওয়া যাচ্ছে ইলিশ (Hilsa Fish)।
আরও পড়ুন : সোমেই কার্যকর নতুন জিএসটি হার, রান্নার গ্যাসের দাম কমবে নাকি আরও বাড়তে চলেছে?
মৎস্য ব্যবসায়ী সূত্রের খবর, ডায়মন্ড হারবার থেকে পাওয়া গঙ্গার ইলিশের দাম তুলনামূলক কম হতে পারে। তবে পদ্মার ইলিশের ভালোই চাহিদা রয়েছে। যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে বলেই জানা গিয়েছে।