এই ক্রিকেটারের সন্তানের মা হতে চান পাক অভিনেত্রী! প্রকাশ‍্যেই দিলেন প্রস্তাব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনেক খেলোয়াড়ই এমন রয়েছেন যারা খেলার মাঠের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও সমান ভাবে ব‍্যাট চালান। এই তালিকায় অন‍্যতম নাম নিউ জিল‍্যান্ডের অলরাউন্ডার জেমস নিশম (james neesham)। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। টুইটারে তাঁর টুইট, রিটুইট এবং উত্তর দেওয়ার ভঙ্গি বেশ পছন্দ অনেকের। এমনকি এক অভিনেত্রী তাঁকে বিয়েও করতে চান বলে সর্বসমক্ষে ঘোষনাও করেছেন।

২০১৯ আইসিসি বিশ্বকাপে নিউ জিল‍্যান্ডের হারের পর মাঝে মধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় ট্রোল করা হয় জেমসকে। তবে চুপ থাকেন না ক্রিকেটার। বরাবর ট্রোলারদের মুখের উপর জবাব দেন তিনি। তবে সম্প্রতি তাঁর একটি পুরনো টুইট নতুন করে ভাইরাল হয়েছে যার জন‍্য চর্চায় উঠে এসেছে নিশম। ওই টুইটে নিউ জিল‍্যান্ডের অলরাউন্ডারকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারি (sehar shinwari)।


২০১৯ এ নিশমের একটি টুইটের উত্তরে অভিনেত্রী প্রশ্ন রেখেছেন, ‘জিম্মি আপনি কি ভবিষ‍্যতে আমার সন্তানদের বাবা হতে চান?’ এখানেই শেষ নয়। প্রকাশ‍্যেই ক্রিকেটারের প্রতি ভালবাসা জানিয়েছেন তিনি। অপর একটি টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘জিম্মি আমি তোমাকে ভালবাসি।’

অভিনেত্রীর রসিকতা বুঝতে দেরি হয়নি জেমসের। পাল্টা তিনিও মজার সুরে লিখেছেন, ‘আমার সত‍্যিই মনে হয় ইমোজি গুলো খুব অপ্রয়োজনীয় ছিল।’ দুজনের এই মজার সওয়াল জবাব বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ক্রিকেটারের উপস্থিত বুদ্ধি বেশ পছন্দ হয়েছে নেটনাগরিকদের।

পাকিস্তানের হায়দ্রাবাদ শহরে জন্ম শেহর শিনওয়ারির। পাক মুলুকের যথেষ্ট নামী অভিনেত্রী তিনি। ২০১৪ সালে কমেডি সিরিয়াল ‘শের সওয়া শের’ এর মাধ‍্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে মেয়ে অভিনয় পেশায় আসুক এটা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর পরিবারের লোকেরা। কিন্তু প‍রিবারের বিরুদ্ধে গিয়ে অভিনয়ে নাম লেখান শেহরের।

সম্পর্কিত খবর

X