বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং জিম্বাবুয়ে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 118 রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 99 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। 100 রানের গন্ডিও টপকাতে পারে নি পাকিস্তান। 19 রানে জিম্বাবুয়ের কাছে হেরে লজ্জায় লাল পাকিস্তান দল।
বাবর আজম, ফখর জামান, মহম্মদ রিজওয়ানদের নিয়ে পূর্ণশক্তির দল নামিয়েছিল পাকিস্তান কিন্তু দুর্বল জিম্বাবুয়ের সামনে তারা টিকতেও পারল না। এটি জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হার। এই হারের পর থেকেই বাবর আজম, ফকর জামানদের কার্যত ছিঁড়ে খাচ্ছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা।
পাকিস্তান ক্রিকেট দলের এমন হাল দেখে কার্যত ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। জিম্বাবুয়ের মত দুর্বল দলের বিরুদ্ধে এমন লজ্জাজনক হার কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। একজন পাকিস্তান ক্রিকেট সমর্থক তো সরাসরি টুইটারে লিখেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানি ব্যাটসম্যানদের এমন হাল দেখে সত্যিই খারাপ লাগছে। জানিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কি করতে পারবে।” আরেক পাকিস্তান সমর্থক তো সরাসরি পাকিস্তান ক্রিকেট দলের হেডকোচ মিসবাহ উল হক কে সরাসরি চড় মারার কথা বলে রেখেছেন।