ভারতীয় চিকিৎসককে বিশেষ উপহার দিলেন রিজওয়ান, সেমির আগে হাসপাতালে ভর্তি ছিলেন পাক ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়েগিয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে লাগাতার অজেয় থাকলেও সেমিফাইনালে এই হারের ফলে ছিটকে গিয়েছে বাবর আজমের দল। এই মুহূর্তে স্বাভাবিক ভাবেই খেলোয়াড়দের পারফর্ম্যান্স নিয়ে চলেছে কাটা ছেঁড়া। একদম শেষবেলায় হাসান আলি যেভাবে ক্যাচ মিস করেন তা নিয়েও মুখর হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে একজন পাক খেলোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ম্যাচে তাকে সবথেকে বেশি দরকার ছিল বাবরদের।

কিন্তু ম্যাচের ঠিক দুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি তাকে ভর্তি করতে হয় হাসপাতালের আইসিইউ ওয়ার্ডেও। তারপর স্বাভাবিকভাবেই কেউ ভাবতে পারেনি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন তিনি। এমনকি তার এত দ্রুত সেরে ওঠা অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসকরাও। তারাও স্বীকার করে নিয়েছেন মনের জোর অসাধ্য সাধন করেছে। সেমিফাইনালে রিজওয়ান যে শুধু মাঠে নেমেছিলেন তা নয়ই, একইসঙ্গে 67 রানের মারমুখী ইনিংসও উপহার দিয়েছিলেন তিনি।

এই ঘটনায় যারপরনাই খুশি তার চিকিৎসক ডাঃ সাহির সানালবাদিনও। তিনি জানান বুকে সংক্রমণের কারণে রিজওয়ানকে ৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় মেডিওর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি জ্বর, ক্রমাগত কাশি ও বুকে যন্ত্রণায় ভুগছিলেন। ভর্তির সময় তার ব্যাথা ছিল ১০/১০। তাই তাকে আইসিইউতে স্থানান্তরিত করতে হয়। কিন্তু তখনও তার মুখে ছিল একটাই কথা আমি দলের সঙ্গে থাকতে চাই। আমাকে খেলতেই হবে।

IMG 20211113 123636

চিকিৎসক জানান রিজওয়ানের যে ধরনের সংক্রমণ ছিল তাতে সেরে উঠতে প্রায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে। কিন্তু এত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠেছেন যা তাকেও বিস্মিত করেছে। সুস্থ হবার পর ভারতীয় চিকিৎসক ডক্টর সাহিকেও একটি সুন্দর উপহার দিয়ে যান এই 29 বছর বয়সী ক্রিকেটার। নিজের সই করা একটি পাকিস্তানি জার্সি তিনি উপহার দেন ওই চিকিৎসককে। যা হাতে পেয়ে ভীষণ খুশি ডাঃ সাহির সানালবাদিন। রিজওয়ানের দেশের জন্য এই ভালোবাসা এখন রীতিমতো সকলের প্রশংসা করেছে সোশ্যাল মিডিয়ায়।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর