বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) এগিয়ে চলেছে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে। কিন্তু এখনো ভিক্ষা করছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের বিরোধী নেতা মৌলানা ফজলুর রহমান সংসদে তাঁর প্রথম ভাষণে এমনটাই বললেন। মৌলানা ফজলুর রহমানের কথায়, দুই দেশ একই সাথে স্বাধীনতা পায়। তাহলে কেন এত পার্থক্য দুই দেশের অবস্থার মধ্যে?
জামিয়াত উলেমা-ই-ইসলাম পাকিস্তানের নেতা ফজলুর পাকিস্তানের সংসদে ভাষণ পেশ করছিলেন সোমবার। পাকিস্তানের বেহাল অর্থনীতি নিয়ে তিনি এক হাত নেন শাহবাজ শরিফের সরকারকে। পাকিস্তানের করুণ অবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি ভারতের প্রসঙ্গ টেনে আনেন। পাকিস্তানের বিরোধী দলনেতার কথায়, প্রত্যেকদিন ভারত এগিয়ে চলেছে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান প্রতিদিন দেউলিয়া হয়ে যাচ্ছে।
আরোও পড়ুন : এখানেই গানের ক্লাস করান রূপঙ্কর! দেখুন, মাস গেলে কত টাকা পারিশ্রমিক নেন এই সঙ্গীতশিল্পী
ফজলুর এদিন সংসদে বলেন, “১৯৪৭ সালের আগস্টে ভারত আর পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু আজ বিশ্বের সুপার পাওয়ার হয়ে ওঠার স্বপ্ন দেখছে ভারত। অন্যদিকে আমরা দেউলিয়া হয়ে যাওয়া এড়াতে সকলের কাছে ভিক্ষা চাইছি। এই দুর্দশার দায় কার?” অর্থনীতির পাশাপাশি পাকিস্তানের সরকারকে বিরোধী দলনেতা গণতন্ত্র নিয়েও তোপ দেগেছেন।
তিনি বলেন বর্তমান পাকিস্তানের সরকার বিক্রি করে দিয়েছে গণতন্ত্রকে। প্রসঙ্গত, গত দু বছরে ক্রমেই অবনতি হয়েছে পাকিস্তানের অর্থনীতির। একাধিক কঠিন শর্তে বারবার তারা ঋণ নিয়েছে আইএমএফ থেকে। এর সাথে রয়েছে চীনা ঋণের দায়। সবকিছু মিলিয়ে পাকিস্তানের অর্থনীতির অবস্থা সঙ্গীন হয়ে পড়ছে প্রতিদিন। দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি।