সিরিজ বন্ধ করতে নিউজিল্যান্ডকে হুমকি দিয়েছিল ‘বোল না আন্টি’র গায়ক ওম প্রকাশ! অদ্ভুত দাবি পাকমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই নিরাপত্তা জনিত সমস্যার কারণে পাকিস্থানে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। প্রায় ১৮ বছর পর ফের একবার পাকিস্তান সফরের জন্য রাজি হয়েছিল কিউইরা। কিন্তু দল পাকিস্তানে পৌঁছে যাবার পরেও নিরাপত্তার কারণে শেষ অবধি সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড বোর্ড। এরপরে একই ভাবে সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও।

এই ঘটনায় এখন রীতিমতো সরগরম ক্রীড়ামহল। পাক বোর্ড প্রধান রামিজ রাজা তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বারবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এবার এই ঘটনায় যুক্ত হলো একটি নতুন মোড়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের সঙ্গে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক সম্মেলনে এর জন্য সরাসরি দায়ী করা হয় ভারতকে।

তাদের মতে যে হুমকির মেইলের কারণে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড তা পাঠানো হয়েছিল একটি ভারতীয় আইডি থেকে। তার দাবি, “এটি একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে পাঠানো হয়েছিল তাই লোকেশন সিঙ্গাপুর দেখানো হয়েছে।” কিন্তু তার মতে হামজা আফ্রিদি নামের এই ইমেইল আইডিটি আসলে নকল। যা তৈরীর পিছনে হাত রয়েছে ভারতের। তিনি দাবি করেন এই ডিভাইসে আরও তেরোটি আইডি ছিল। তিনি বলেন, “নিউজিল্যান্ড দলকে হুমকি পাঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসটি ভারতের। একটি জাল আইডি ব্যবহার করা হয়েছিল কিন্তু এটি মহারাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল।”

এরপর তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফুয়াদ আরও জানান যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তার নাম ওম প্রকাশ মিত্র। তার একটি ছবিও প্রকাশ করা হয় এই সাংবাদিক সম্মেলনে। এই ছবিটি দেখে কার্যত অবাক হয়েছেন নেটিজেনরা, কারণ যে ওম প্রকাশের কথা বলছেন পাক মন্ত্রী তিনি আসলে একজন ইউটিউবার। ২০১৭ সালে ‘বোল না আন্টি’ একটি গানের জন্য রীতিমতো ভাইরাল হয়েছিলেন তিনি। তারপর এই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং। অনেকে মজা করে এও বলতে থাকেন যে আইএসআইয়ের থেকেও শক্তিশালী ওমপ্রকাশ মিশ্র ভাবা যায়!

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর