Credit ও Debit কার্ডে লাগু হলো নতুন নিয়ম, এক্ষুনি জানুন নাহলে পড়তে পারেন সমস্যায়

বাংলা হান্ট ডেস্কঃ পেটিএম, ফোন পে সহ একাধিক ই-পেমেন্ট মাধ্যমের দ্বারা অনেকেই বিদ্যুতের বিল, জলের বিল, ওটিটি প্ল্যাটফর্মের বিল পেমেন্ট করে থাকেন। এক্ষেত্রে অটো ডেবিট মোড চালু করলে একবার অনুমোদন দেওয়ার পর আর নতুন করে ব্যাংককে অনুমোদন দেওয়ার দরকার পড়ে না। প্রতি মাসেই টাকা কেটে নেওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে। এবার অটো ডেবিটের মাধ্যমে এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক।

এবার থেকে প্রত্যেক বার পেমেন্টের আগে গ্রাহককে নোটিফিকেশন পাঠাবে ব্যাংক। কোন ক্ষেত্রে ৫০০০ টাকার বেশি পেমেন্ট করার থাকলে ওটিপি-ও পাঠানো হবে। গ্রাহকের অনুমোদন ছাড়া অটোমেটিক পেমেন্ট করা যাবে না। আসলে অনেকেই এখন এক্ষেত্রে অটোমেটিক মোড লাগু করে দেন। যাতে সময় মতো বিদ্যুৎ বা অন্যান্য বিল আপনা থেকেই কেটে নেওয়া হয়।

কিন্তু একদিকে যত সুবিধা বাড়ছে ততোই বাড়ছে সাইবার ক্রাইম। আর এ ধরনের প্রতারণা এড়াতেই এবার এই কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। জানিয়ে রাখি, এই নতুন নিয়মটি চালু হওয়ার কথা ছিল, ১ মার্চ থেকেই। কিন্তু এক্ষেত্রে কিছুটা সময় চেয়েছিল ব্যাংক এবং ই-পেমেন্ট সংস্থাগুলি। আর সেই কারণেই রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়ম এবার লাগু হতে চলেছে ১ অক্টোবর থেকে।

debit cards 1551867336

অটো-ডেবিট পেমেন্টের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হলেও UPI এর অটোপে সিস্টেম এর দ্বারা প্রভাবিত হবে না। প্রসঙ্গত উল্লেখ্য এর জন্য আপনার ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংকড থাকা একান্ত জরুরী। কারন আপনার মোবাইলেই পাঠানো হবে যাবতীয় এসএমএস৷

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর