বাংলা হান্ট নিউজ ডেস্ক: শাহিন আফ্রিদি ফিরেছেন এবং বেশ ভয়ঙ্করভাবেই ফিরেছেন। দীর্ঘদিন সাইড লাইনে কাটানোর পর অবশেষে তিনি পাকিস্তানের হয়ে ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পেরেছেন। কিছুদিন আগেও অবধিও মনে করা হচ্ছিল যে ভারত বনাম পাকিস্তান ম্যাচে হয়তো আফ্রিদিকে দেখা যাবে না। তার ফিরতে হয়তো আরও বেশি সময় লাগবে। কিন্তু পাক পেসার বল হাতে ফিরেই নিজের পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে কোন উইকেট পাননি শাহিন। কিন্তু আজ আফগানিস্তানের বিরুদ্ধে দুটি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বেশি ঝুঁকি না নিয়ে মাত্র দুই ওভার তাকে দিয়ে বোলিং করানো হয়েছিল। ওই দুই ওভারে কোনও উইকেট না পেলেও মাত্র ৭ রান দিয়েছিলেন তিনি। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তারকা পেসার। যদিও নিযের দ্বিতীয় স্পেলে দুই ওভারে ২৫ রান দিয়েছেন তিনি।
কিন্তু ভারতের জন্য চিন্তার বিষয়টা অন্য। আজ নতুন বল হাতে যেভাবে আফগান ওপেনার এবং উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে আউট করেছেন তিনি তা দেখে আতঙ্কে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শাহিনের এবং ম্যাচের প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে কামানের গোলার মতো তার ইয়র্কারটি আছড়ে পড়েছিল গুরবাজের বাঁ-পায়ের পাতার উপর। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি আফগান উইকেটরক্ষক। সতীর্থের কাঁধে চাপিয়ে মাঠ থেকে বার করতে হয়েছিল তাকে।
Toe crusher Yorker by Shaheen
Crushed Gurbaz as well. pic.twitter.com/yCYeme00VR
— Rab Nawaz (@RN31888) October 19, 2022
আফগান ওপেনার টুর্ণামেন্টে আফগানিস্তানের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে। খবর পাওয়া গিয়েছে ম্যাচ শেষে গাছকে হাসপাতালে নিয়ে গিয়ে তার পায়ের পাতার স্ক্যান করানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে তবে জানা যাবে যে কবে থেকে ফের মাঠে ফিরতে পারবেন আফগান উইকেটরক্ষক। এই দৃশ্য দেখার পর একটু যে অস্বস্তিতে থাকবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল, তাতে কোনও সন্দেহ নেই। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক একইভাবে রোহিতকে আউট করেছিলেন আফ্রিদি। লোকেশ রাহুলকেও দুরন্ত ইনসুইংয়ে সেবার তিনি প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন। কাজেই আফ্রিদিকে হালকা হবে নেওয়ার কোনো উপায় নেই।
কিছুদিন আগে আফ্রিদির বিরুদ্ধে কিভাবে ব্যাটিং করা উচিত সেই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তার মতে পাক পেসারকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে তার বিরুদ্ধে স্বাভাবিক ক্রিকেট খেলা উচিত এবং প্রয়োজনে তাকে আক্রমণ করা উচিত। গম্ভীর মনে করেন যে পাক পেসারের বিরুদ্ধে অতিরিক্ত সাবধানী হয়ে ব্যাটিং করতে গেলে আফ্রিদি মাথায় চড়ে বসবেন। কিন্তু তেমনটা করা কি সত্যিই সম্ভব? উত্তর পাওয়া যাবে চার দিনের মধ্যে।