Ekchokho.com 🇮🇳

একি কাণ্ড! পাকিস্তানে এক প্লেট বিরিয়ানি নিয়ে বরপক্ষের সঙ্গে হাতাহাতি কনেপক্ষের, ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Pakistan a plate of biriyani brawl between bride and groom side viral video

বাংলা হান্ট ডেস্ক: একি কাণ্ড! কথা কাটাকাটি থেকে শুরু হলেও হাতাহাতির পর্যায় চলে যায় দুই পক্ষ। সেই ভিডিও বর্তমানে ভাইরাল (Viral) সমাজ মাধ্যমে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) একটি বিয়ে বাড়িতে। আর ঘটনার উৎস এক প্লেট বিরিয়ানি। বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) এমনটাই দেখা যাচ্ছে। ( ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

পাকিস্তানে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বিরিয়ানির প্লেট নিয়ে বচসা (Pakistan)

ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে খেতে বসেছেন বর ও কনেপক্ষের লোকজন। সেখানেই হঠাৎ করে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে এক প্লেট বিরিয়ানি (Biriyani) কে কেন্দ্র করে বিবাদে জড়ান বর ও কনেপক্ষের সদস্যরা।

সম্প্রতি, ‘ঘর কে কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট (টুইটার) থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিয়ে বাড়ির ভেতরে বর ও কনেপক্ষের মধ্যে সৌজন্য বিনিময় না হয়ে লেগেছে দুপক্ষের লড়াই। কোনভাবে এক প্লেট বিরিয়ানি নিয়ে বিতর্ক শুরু হয় তাদের মধ্যে। এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকি তাদের অশান্তি থামানোর চেষ্টা করেছে অনেকেই। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

 Pakistan a plate of biriyani brawl between bride and groom side viral video

আরও পড়ুন: ‘ঘুরপথে’ অন্য পদে নিয়োগ করা করা হবে ২৬০০০ চাকরিহারাদের? SSC মামলার মাঝেই বড় খবর

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সকলেই রেগে হাতাহাতি চালিয়ে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে। এই ভিডিও ভাইরাল হতেই এক নেটিজেন মজার ছলে লেখেন, ‘‘আসলে বিরিয়ানি খেতে সকলের এত ভাল লাগে যে, পরে কাণ্ডজ্ঞান লোপ পেয়ে যায়। সুস্বাদু খাবার পাতে কম পড়লে তো রাগ হবেই।’’ এমনকি ভাইরাল এই ভিডিওটি সমাজমাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষ দেখেছেন।