১০ মিনিট ধরে ভারতীয় আকাশসীমায় চক্কর কাটল পাকিস্তানের বিমান! কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান এয়ারলাইন্সের (Pakistan Airlines) একটি বিমান হঠাৎ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের ওই বিমানটি প্রায় দশ মিনিট যাবৎ ভারতীয় আকাশসীমায় অবস্থান করেছিল। বিমানটি ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে সতর্ক করা হয়। যদিও কোনো সন্দেহজনক ঘটনা ঘটেনি এবং বিমানটি ভারতের পাঞ্জাবে ১২০ কিলোমিটারের উড়ানের পর পাকিস্তানে প্রবেশ করে।

মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, পাকিস্তানের লাহোর বিমানবন্দরে অত্যধিক বৃষ্টির কারণে বিমানটি অবতরণ করতে পারেনি। এরপরে পাকিস্তানি বিমানটি ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। স্থানীয় মিডিয়া এই ঘটনা সম্পর্কে তাদের রিপোর্টে জানিয়েছে যে, পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার পিকে-২৪৮ বিমানটি গত ৪ মে রাত ৮ টায় অবতরণের জন্য লাহোর বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। এরপরে পাইলট বিমানটিকে অন্য কোথাও অবতরণ করার সিদ্ধান্ত নেন।

কেন বিমানটি ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করল: এমতাবস্থায়, বিমানটির পাইলট আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের চেষ্টা করলেও সেখানে সফল হননি। এরপর পাইলট ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করতে বাধ্য হন। দ্য নিউজ রিপোর্ট অনুসারে, এটিসি-র নির্দেশে পাইলট গো-অ্যারাউন্ড অ্যাপ্রোচ শুরু করেছিলেন কিন্তু ভারী বৃষ্টি এবং কম উচ্চতার কারণে বিমানটি পথ হারিয়ে ফেলেছিল।

যার ফলস্বরূপ, বিমানটি রাত ৮ টা ১১ মিনিট নাগাদ পাঞ্জাবের বধানা থানার কাছে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বধানা অমৃতসর থেকে ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত। রিপোর্টে বলা হয়েছে, পাইলট বিমানটিকে ভারতীয় আকাশসীমায় ২০,০০০ ফুট উচ্চতা পর্যন্ত নিয়ে যান।

pia 1

এদিকে, ভারতীয় সীমান্ত এলাকায় প্রায় দশ মিনিট যাবৎ ওড়ার পর রাত ৮ টা ২২ মিনিটে পাকিস্তানি বিমানটি তাদের সীমান্ত এলাকায় ফিরে যায়। সেই সময় বিমানটি ২৩,০০০ ফুট উচ্চতায় ছিল এবং ঘন্টায় ৩২০ কিলোমিটার বেগে উড়ছিল বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর