পরোয়া নেই প্রকৃতির, টাকার বিনিময়ে বিলুপ্তপ্রায় পাখি শিকারের অনুমতি দিল ইমরান সরকার

সারা বিশ্বই এই মুহুর্তে বিপন্ন প্রজাতির প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের শিকার নিষিদ্ধ করেছে। কিন্তু সে সবে ভ্রুক্ষেপ নেই পাকিস্তানের (Pakistan) । টাকার বিনিময়ে কাতারের (Qatar)  শেখ পরিবারকে বিলুপ্তির পথে থাকা হাওবারা বুস্টার্ড (haubara bustard)  পাখির শিকার করার অনুমতি দিল পাক সরকার। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রবল সমালোচনা।

images 2020 12 18T123322.076
হাওরাবা বুস্টার্ড পাখি

প্রাণী সংরক্ষণ নিয়ে পাকিস্তানের এই উদাসীনতা যদিও নতুন নয়। এর আগেও বারবার শিকারীদের বিভিন্ন পুরস্কার দিয়ে নির্বিচারে প্রাণীহত্যায় মদত জুগিয়েছে পাক সরকার। এমনকি সে দেশের জাতীয় পশু মার্খো শিকারেরও অনুমতি দেওয়া হয় টাকার বিনিময়ে। এবার ফের এক বিলুপ্ত প্রায় প্রজাতিকে সংকটের মুখে ফেলে দিয়ে বিশ্বজুড়ে মুখ পোড়ালেন ইমরান।

আইইউসিএন এর তালিকা অনুযায়ী হাওবারা বুস্টার্ড পাখিটি বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। কিন্তু এই মুহুর্তে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়া পাকিস্তানের সেই প্রাণী রক্ষার থেকে বেশি মাথাব্যথা কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে। তেল সমৃদ্ধ কাতারের গুডবুকে থাকতে চোরা শিকারের কারনে বিপন্ন এই পাখি শিকারের অনুমতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং তাঁর পরিবারের ১৪ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

হাওরাবা বুস্টার্ড, শুকনো জলবায়ুতে বসবাস করে। এই পাখির সাধারণ ভাবে দুটি প্রজাতি দেখা যায় একটি উত্তর আফ্রিকার (ক্ল্যামাইডোটিস আনডুলাটা) এবং অন্যটি এশিয়ার (ক্ল্যামাইডোটিস ম্যাককেনিই) দেখতে পাওয়া যায় । পাকিস্তান, আরব সহ মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশে এশীয় প্রজাতির হাওবারা বুস্টার্ড পাখির দেখা মিলত। তবে শিকারের কারনে এই পাখির দেখা পাওয়াটাই মুশকিল। তবুও শুধু রাজনৈতিক ফায়দা লোটার জন্যই পাক সরকার এই প্রাণীটিকে আরো বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ যা নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন পরিবেশবিদরা।

 

 

 

 

সম্পর্কিত খবর