রোহিতদের জয়ে ভারতীয়দের চেয়েও বেশি খুশি পাকিস্তান ও বাংলাদেশ! আনন্দের কারণ শুনলে অবাক হবেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে। বিশ্বকাপে প্রথম পাঁচটি ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা জয় পেয়েছিল রান তাড়া করতে নেমে। অনেকের মনেই প্রশ্ন থেকে গিয়েছিল যে প্রথমে ব্যাট করেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা কি একই রকম দাপট দেখাতে পারবে? গতকাল বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) দুর্দান্ত জয়ের মধ্যে দিয়ে সেই জবাব দিয়ে দিয়েছেন তারা। আর ভারতের এই জয় আশ্চর্য ভাবে ভারতীয় সমর্থকদের চেয়েও বেশি খুশি পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশের (Bangladesh) সমর্থকরা।

সকলেই জানে যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে গুণমানের দিক দিয়ে কোনও ফরম্যাটে ভারতীয় দলের সমকক্ষ না হলেও বাংলাদেশ এবং পাকিস্তান নিজেদের ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। চলতি টুর্নামেন্টে দুই দলের বিরুদ্ধেই বড় জয় পেয়েছে রোহিতের ভারত। সেই ঘটনা যেন তাদের সমর্থকদের জ্বালার ওপর নুন ছিটিয়ে দিয়েছে।

indian cricket team happy

কিন্তু তাও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় খুশি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকরা। নিজেদের পরবর্তী ম্যাচগুলিতে নামার আগে বাবর আজম বা সাকিব আল হাসানের দল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মজার ব্যাপার হলো এর পরের ম্যাচে কলকাতার মাটিতে বাংলাদেশ এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে।

আরও পড়ুন: সচিনের শতরানের রেকর্ড ছুঁতে পারলেন না, কিন্তু শূন্যের দিক দিয়ে ক্রিকেট ঈশ্বরকে ধরে ফেললেন কোহলি

পাকিস্তানের খুশির কারণ হলো যে ইংল্যান্ড হেরে যাওয়ায় তারা পুরোপুরি সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গিয়েছে। পাকিস্তানের এখনো একটা নিভু নিভু আশা বেঁচে রয়েছে সেমিফাইনালে যোগ্যতা অর্জনের। সেখানে তাদের একটি প্রতিপক্ষ কম হয়েছে। এখন সেমিফাইনালের দৌড়ে তাদের মূল লড়াই চলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলগুলোর বিরুদ্ধে।

আরও পড়ুন: একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এই অভাবনীয় কীর্তি গড়লেন রোহিত!

বাংলাদেশের খুশি হওয়ার কারণটা অবশ্য ভিন্ন। আইসিসি সম্প্রতি জানিয়ে দিয়েছে যে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় পাকিস্তান সরাসরি যোগ্যতা অর্জন করবে এবং টুর্নামেন্টটি হবে ৮ দলের। বাকি সাতটি দল নির্বাচিত হবে চলতি ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে বাদ দিয়ে পয়েন্টস টেবিলে টপ সেভেনে থাকা দলগুলির মধ্যে থেকে। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে জয় পেলে এই ব্যাপারে তারা বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যেত। যদিও বাংলাদেশ এখনও ওই সাতটি দলের মধ্যে পড়ছে না। কিন্তু নিজেদের শেষ তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে পারলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের সুযোগ বাড়বে। ইংল্যান্ডকে হারিয়ে ভারত এই বিষয়ে তাদের কিছুটা সুবিধাই করে দিয়েছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর