বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট বিশ্বকাপ (2023 ODI World Cup) চলাকালীন বা তার আগেও সাম্প্রতিক সময় যে চিত্রটা দেখা গিয়েছে তা থেকে একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার। আর সেই বিষয়টা হল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) হল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দ্বিতীয় পছন্দের দল। বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) ক্ষেত্রেও পাকিস্তান ক্রিকেট ভক্তদের মনোভাবটা একই রকম। দুই দলই ভারতীয় দলের পাশাপাশি আরও অনেকগুলো দলের বিরুদ্ধে হেরে প্রবল চাপে রয়েছে। এরই মধ্যে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আজ মরণ বাঁচন ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।
আজকের ম্যাচটি দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত চলতি বিশ্বকাপে তাদের দলকে টানা ম্যাচ হারতে দেখে দুই দলের সমর্থকরাই অত্যন্ত বেশি হতাশ। পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছানোর খাতায়-কলমে একটা আশা এখনো বেঁচে রয়েছে। বাংলাদেশের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। সমর্থকদের জন্য টুর্নামেন্টের শেষদিকের ম্যাচগুলি জিততে চাইবে দুই দলই।
পাকিস্তান চাইবে নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতে নিজেদের কাজটি সম্পূর্ণ করে বাকি ম্যাচগুলির ওপর নজর রাখা। অস্ট্রেলিয়া আফগানিস্তান বা নিউজিল্যান্ড যদি টুর্নামেন্টের শেষ থেকে এসে পা ফসকায়, তাহলে তাদের জন্য একটা দরজা খুলে যেতে পারে সেমিফাইনালে পৌঁছানোর। যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা বড্ড কম।
আরও পড়ুন: কোহলির জন্মদিনে কলকাতার ইডেনে নামছে ভারত! বার্থ ডে বয়ের জন্য জমকালো চমক রাখছে CAB
আর বাংলাদেশের এই শেষ ম্যাচগুলোই জেতা অত্যন্ত বেশি প্রয়োজন। ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক হিসেবে সরাসরি ওই ওই টুর্নামেন্টে খেলবে পাকিস্তান। আইসিসি জানিয়েছে চলতি বিশ্বকাপে পাকিস্তান বাদে যে সাতটি দল পয়েন্ট তালিকায় ওপর দিকে থাকবে তারাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জন করবে।
আরও পড়ুন: রোহিতদের জয়ে ভারতীয়দের চেয়েও বেশি খুশি পাকিস্তান ও বাংলাদেশ! আনন্দের কারণ শুনলে অবাক হবেন
এমনটা শোনার পর বাংলাদেশের উপর চাপ বেড়েছে। এই মুহূর্তে ইংল্যান্ড এবং বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে থাকা দল চলতি বিশ্বকাপে। টুর্নামেন্টের শেষেও যদি এই চিত্রটা একই রকম থাকে তাহলে তাদের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সম্ভব হবে না। কাজী নিজেদের সম্মান রক্ষার পাশাপাশি এখন দলের হয়ে ভালো খেলে ম্যাচ জিতানোর একটা বিশেষ কারণও রয়েছে সাকিবদের কাছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!