বাংলা হান্ট ডেস্কঃ তালিবানের ক্ষমতা দখলের পিছনে পাকিস্তানের মদতের কথা, এখন কমবেশি স্পষ্ট। আগেই সামনে এসেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ব্যাপারে রীতিমতো সাহায্য করেছে তালিবানদের। এবার তালিবান সরকারকে মান্যতাদানের জন্য অন্যান্য দেশেও যেতে চলেছে পাকিস্তান। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই আফগানিস্তানের তালিবান সরকারকে মান্যতা দেওয়ার কথা ঘোষণা করেছে চীন। অন্যান্য রাজপথ সেভাবে এগিয়ে না এলেও তারা পরিষ্কার জানিয়েছে তালিবান সরকারকে মান্যতা দিতে তাদের কোনো বাধা নেই।
এই চীনকেই পাশে নিয়ে এবার অন্যান্য দেশের থেকে মান্যতা আদায় করতে চাইছে পাকিস্তান। ইতিমধ্যেই এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই -এর সঙ্গে ফোনে কথাও হয়েছে পাকিস্তানি বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম থেকেই, তালিবানের জয়কে মান্যতা দিয়েছে পাকিস্তান এবং এর দ্বারা আফগানিস্তান এক চাপিয়ে দেওয়া সরকার থেকে মুক্তি পেল বলেও মন্তব্য করেছিল তারা।
এবার পাকিস্তান চায় অন্যান্য দেশও মান্যতা দিক আফগান সরকারকে। বিশেষজ্ঞরা এও মনে করেন এবিষয়ে নিজেদের প্রভাবও খাটাতে চলেছে চীন। একদিকে যেমন পাকিস্তান চাইবে তালিবানের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারতের ওপর চাপ বজায়। অন্যদিকে অনেকেই মনে করেছেন চীনের লক্ষ্য এশিয়ায় তাদের ক্ষমতা কায়েম রাখতে তালি বানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
অন্যদিকে ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকেও পাকিস্তান জানিয়েছিল “একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আফগানিস্তান, পাকিস্তান এবং সমগ্র অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।” অর্থাৎ তাদের মতে তালিবান আফিগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। এখন আগামী দিনে পাকিস্তান ও লাল ড্রাগন কি পথ অবলম্বন করে সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।