লস্কর জঙ্গির কবরস্থানে শ্রদ্ধা পাকিস্তানি সেনার, সেনা ও জঙ্গি আঁতাতের ফের প্রমাণ দিল ভারত

Published on:

Published on:

Pakistan Army Officers Pay Tribute at LeT Terrorist’s Grave Sparks Controversy

বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে পাকিস্তান (Pakistan) সেনা আর জঙ্গিদের আঁতাত। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এ নিকেশ হওয়া লস্কর জঙ্গিদের শেষকৃত্যে যেমন পাকিস্তানি সেনা ও প্রশাসনের উপস্থিতির ছবি প্রকাশ পেয়েছিল। ফের আরো একবার সেই একই চিত্র ধরা পড়ল। পাকিস্তানের (Pakistan) স্বাধীনতা দিবসে লস্কর-ই-তৈবার শীর্ষ জঙ্গির কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানালেন পাক সেনা ও প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক।

স্বাধীনতা দিবসে লস্কর জঙ্গির কবরে পাকিস্তানি (Pakistan) সেনা কর্তাদের শ্রদ্ধাজ্ঞাপন

১৪ অগস্ট পাকিস্তানের (Pakistan) স্বাধীনতা দিবসে লাহোরের মুরিদকেতে নিহত লস্কর জঙ্গি মুদাসির আহমেদের কবরে শ্রদ্ধা জানান পাকিস্তান সেনার লাহোর ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং (GOC) মেজর জেনারেল রাও ইমরান সরতাজ। শুধু তিনিই নন, পাকিস্তানের মন্ত্রী মালিক রশিদ আহমেদ খান, জেলা পুলিশ অফিসার কসুর মহম্মদ ইসা খান এবং ডেপুটি কমিশনার ইমরান আলিও সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মুদাসির লস্করের শীর্ষ জঙ্গি হিসেবে কুখ্যাত। ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ভারতীয় বিমান হাইজ্যাকের ঘটনায় তার নাম জড়িয়ে ছিল। ২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ের উপর আত্মঘাতী হামলার ছক কষতেও যুক্ত ছিল সে। সেই হামলায় প্রাণ হারান ৪০ জন জওয়ান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলায় ২৬ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। ঘটনার ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’-এ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক ঘাঁটিতে আঘাত হানে। সেই অভিযানে মুদাসির ছাড়াও নিহত হয় ইউসুফ আজহার এবং আবদুল মালিক রউফ, যারা বহুবার ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করেছিল। ৭ মে তাদের শেষকৃত্যে পাকিস্তান (Pakistan) সেনা ও পদস্থ আধিকারিকদের উপস্থিতির ছবি প্রকাশ করেছিল ভারত।

Pakistan Army Officers Pay Tribute at LeT Terrorist’s Grave Sparks Controversy

আরও পড়ুনঃ খেলা হবে দিবসে মমতার বার্তা, ক্রীড়াক্ষেত্রে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

এবার পাকিস্তানের (Pakistan) স্বাধীনতা দিবসে সেনা কর্তাদের জঙ্গির কবরস্থানে শ্রদ্ধা জানাতে যাওয়ার ছবি সামনে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে দাবি করে তারা সন্ত্রাসবাদ দমনে পদক্ষেপ করছে, অথচ বাস্তবে জঙ্গিদের শ্রদ্ধা জানাতে সেনা ও প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্তারা হাজির হচ্ছেন। পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছে ভারত।