পাকিস্তানকে লুটছে তাদেরই সেনা, এবার ৪৫ হাজার একর জমিতে কবজা! বিপাকে জনতা

বাংলাহান্ট ডেস্ক: অস্ত্র ছেড়ে হাতে লাঙল তুলে নিতে চলেছে পাকিস্তান সেনা (Pakistan Army)। প্রতিবেশী দেশের অর্থনৈতিক সঙ্কট এতটাই খারাপ হয়ে গিয়েছে যে দু’বেলা ঠিক মতো খাওয়ার সামর্থ নেই সেখানকার মানুষের। এমনকী সেনারও একই অবস্থা। সীমান্তে সমস্যা, তার উপর খাদ্য সঙ্কট; সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা পাকিস্তানের। সেই জন্য দেশটিকে বাঁচাতে অস্ত্র ছেড়ে চাষের জিনিস হাতে তুলে নিচ্ছে সেনা। ইতিমধ্যেই পাঞ্জাব প্রদেশের কেয়ারটেকার সরকারের তরফে কমপক্ষে ৪৫ হাজার একর জমি দেওয়া হয়েছে পাক সেনাকে।

পাঞ্জাবের ভক্কড়, খুশাব এবং সাহিওয়াল জেলায় কমপক্ষে ৪৫ হাজার ২৬৭ একর জমি দেওয়া হয়েছে পাকিস্তান সেনাকে। যে সেনা ইতিমধ্যেই ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করে দেশে, তারাই এ বার চাষ করে দেশ বাঁচাবে। এই জমিতে তারা কর্পোরেট অ্যাগ্রিকালচার চাষ করবে বলে সূত্রের খবর। পাক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর ভূমি অধিদপ্তর পাঞ্জাবের মুখ্য সচিব সহ একাধিক কর্মকর্তাকে চিঠি দিয়েছে। 

pak army new

সরকারের কাছে মোট যতটা জমি তারা চেয়েছিল, তার পুরোটাই তাদের দেওয়া হয়েছে বলে খবর। পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাব সরকার ও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এটি করা হচ্ছে। গত ৮ মার্চ এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয় দু’পক্ষের মধ্যে। এর পরেই পাক সেনাবাহিনীর হাতে ওই জমি তুলে দেয় পাঞ্জাব সরকার। সূত্রের খবর, পাঞ্জাব সরকার, পাক সেনা এবং কিছু বেসরকারি সংস্থার মধ্যে একটি চুক্তি হয়েছে। 

pak army farming

দাবি করা হচ্ছে, চাষ করে পাক সেনার কোনও মুনাফা হবে না। কিন্তু আসল ছবি অন্য কিছুই বলছে। জানা গিয়েছে, এই বিপুল জমিতে চাষের আয়ের মাত্র ৪০ শতাংশ পাবে পাঞ্জাব সরকার। একটি রিপোর্ট অনুসারে, পাঞ্জাব সরকার পাক সেনাকে জমি দিলেও তার সমস্তটারই দেখভাল করবে সেনাবাহিনী। বেসরকারি সংস্থাগুলি এখানে বিনিয়োগ করবে এবং প্রয়োজনীয় সার ইত্যাদির ব্যবস্থা করবে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এই জমির মালিকানা গ্রহণের কথা অস্বীকার করেছে।

সূত্রের খবর, সেনাবাহিনী শুধুমাত্র প্রশাসনিক সাহায্য এই জমির ক্ষেত্রে। জানা গিয়েছে, এই জমির সম্পূর্ণ দেখভাল করবেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকরা। সেনা সূত্রে খবর, পাকিস্তানের কৃষিক্ষেত্রের বৃদ্ধি ক্রমশ নিম্নমুখী। তার কারণ সরকারের নীতিতে ভুলভ্রান্তি এবং ভুল সিদ্ধান্ত। পাকিস্তানের আসল চিত্রটা কিন্তু অন্য রকম। এতদিন অবধি বেশ ভালই ব্যবসা করে আসছে পাক সেনা। ১০০টিরও বেশি শিল্প চালাচ্ছে তারা। দেশে তেল থেকে সিমেন্ট, সবই দিচ্ছে তারা। পাকিস্তানের বার্ষিক জিডিপি মাত্র ১২ বিলিয়ন ডলার। কিন্তু পাক সেনার আয় হয় ১০০ বিলিয়ন ডলার। সেই হিসেবে তারা দেশের জিডিপি-র থেকে ৮ গুণ ধনী।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর