চাপের মুখে পড়ে হাফিজ সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিল পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কুখ্যাত জঙ্গি জামাত-উল-দাওয়া প্রধান হাফিজ সাঈদ এর বিরুদ্ধে ব্যবস্থা নিল। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সমাজ সেবার নাম করে টাকা তুলে জঙ্গী সংগঠনের কাজে সে টাকা লাগানোর অপরাধে হাফিজের বিরুদ্ধে মামলা দায়ের করল।

পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট জানিয়েছেন, লাহোর মুলতান ও গুজরানওয়ালায় এ মামলাগুলো দায়ের করা হয়েছে। হাফিজ সহ আরো ১২ জনের বিরুদ্ধে প্রায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে হাফিজ ও তারে ১২ জন সহযোগী টাকা তুলে তা জঙ্গী সংগঠনের কাজে লাগাতেন।

IMG 20190704 WA0203সঈদ ছাড়াও ওই তালিকায় রয়েছেন সঈদের শালা আব্দুল রহমান মক্কী, আমির হামজা ও মোহাম্মদ ইয়াহিয়া।


সম্পর্কিত খবর