চিনের কারসাজি, করাচি বন্দরে পৌঁছল রাশিয়ার তেল! দাম অনেক কম! মাথায় হাত ভারতের

বাংলা হান্ট ডেস্ক : মারাত্মক টানা পোড়েন চলছে ভারত রাশিয়ার সম্পর্কে (India-Russia Relation)। এবার নয়া দিল্লিকে (New Delhi) রীতিমতো ধাক্কা দিল মস্কোর সিদ্ধান্ত। রাশিয়া থেকে সস্তা কাঁচা তেল এবার পৌঁছে গেল পাকিস্তানের বন্দরে (Pakistan Port)। পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ নিজেই এই খবর জানিয়েছেন। গভীর আর্থিক সংকটে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। জ্বালানিরও তীব্র সংকট রয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল কিনে কিছুটা স্বস্তিবোধ করবে পাকিস্তান, এমনই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

আগে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়তে চেয়ে আমেরিকার চাপের মুখে পড়েছিলেন ইমরাম খান। তাঁর অভিযোগ, তিনি রাশিয়ার সফরে যাওয়ার জেরেই তাঁর সরকার ফেলে দেয় পাকিস্তান। ইমরানের পতনের পর গদিতে বসেছেন শেহবাজ শরিফ। সেই শেহবাজও নিজের দেশের স্বার্থে রাশিয়ার শরণাপন্ন হয়েছেন। এই আবহে রাশিয়া থেকে বিশেষ ছাড়ে অপরিশোধিত তেল কিনছে পাকিস্তান।

রাশিয়ার তেল আসার খবর ঘোষণা করে পাক প্রধানমন্ত্রী টুইট করেন, ‘আমার করা আরও একটি প্রতিশ্রুতি পূরণ করলাম আমি। আমি খুব খুশির সঙ্গে এটা জানাতে চাই যে রাশিয়ার থেকে ডিসকাউন্টে কেনা অপরিশোধিত তেল এসে পৌঁছেছে করাচিতে। আগামিকাল থেকে সেই তেল আমরা সরবরাহ করতে শুরু করব।’

russia pakistan oil

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় থেকেই মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপের দেশগুলি। বাধা আরোপ করা হয় রাশিয়ার তেল কিনতেও। সহযোগিতা করে আমেরিকাও। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে সস্তায় পেট্রোলিয়াম কিনেছে। শুধু তাই নয়, সেই পেট্রোলিয়াম পরিশোধন করে আবার বর্হিরাষ্ট্রে বিক্রিও করেছে। ভারতের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে খোদ আমেরিকাও। এবার ভারতের এই একাধিপত্যে ভাগ বসাতে চলেছে পাকিস্তান।

এদিকে পাকিস্তানের তরফে অপরিশোধিত তেল কেনা হচ্ছে রাশিয়ার থেকে। তাই নিজেদেরকেই সেই তেল পরিশোধিত করে নিতে হবে। বর্তমানে পাকিস্তানে মাত্র পাঁচটি রিফাইনারি রয়েছে। এই আবহে সেখানকার মানুষ খুব একটা স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে না। বর্তমানে পাকিস্তানে পেট্রোল বিকোচ্ছে পাকিস্তানি ২৬২ টাকায়। ভারতীয় মুদ্রায় যার মূল্য মাত্র ৭৫ টাকা। তবে এই পরিস্থিতি মুদ্রাস্ফীতির কারণে হয়েছে।

ভারত-রাশিয়ার আন্তর্জাতিক সুসম্পর্ক বহুদিনের। স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকেই ভারতের প্রতি বিশেষ সহানুভূতিশীল মস্কো। কিন্তু ইদানিং কালে সেই সম্পর্কে যেন একটু শীতলতার ছায়া পড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক ঘটনাবলীও সেদিকেই নির্দেশ করছে।

জানা যাচ্ছে, রাশিয়ার এই পদক্ষেপের পিছনে রয়েছে চিনের ইন্ধন। প্রথম দফায় মোট ৪৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল পাকিস্তানে পাঠিয়েছে রাশিয়া। ভারত কখনই চাইবে না রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা ভারতের বিরুদ্ধেই অস্ত্র হিসাবে ব্যবহার করুন পাকিস্তান।


Sudipto

সম্পর্কিত খবর