পরমাণু বোমা বিস্ফোরণের ভূত মাথা থেকে নামলো পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্ক : ৩৭০ ধারা বিলোপ নিয়ে উত্তেজনার মধ্যে শেষপর্যন্ত  পিছু হটলো  পাকিস্তান। ভারতের কড়া মনোভাবে পরমাণু অস্ত্রের জিগির বন্ধ করল ইসলামাবাদ। সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দেন যে ,  পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না ।

IMG 20190903 155243

সোমবার লাহোরে শিখদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইমরান। সেখানে তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশেই পরমাণু অস্ত্রে শক্তিধর। দুদেশের মধ্যে উত্তেজনা বাড়লে গোটা দুনিয়ার বিপদ। তবে পাকিস্তানের তরফে প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করা হবে না।

 

পাকিস্তানের একাধিক মন্ত্রী-সহ খোদ ইমরান খানও  কাশ্মীরের উত্তেজনার মধ্যে, বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। অর্থাত্ লড়াই বাধালে সাবধান। এভাবে পারমানবিক অস্ত্রের  হুমকি দিতে দুনিয়ার অন্য কোনও নেতাকে খুব একটা দেখা যায়নি।

 

কিন্তু হঠাৎ কোনো নিজের মত পরিবর্তন করলেন ইমরান খান ?   গতমাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কড়া বক্তব্য কি এর জন্য দায়ী ? উল্লেখ্য, গত মাসে রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন, পরমাণু অস্ত্র ব্যবহারের পুরনো নীতি বদল করতেই পারে ভারত। ভারতের নীতিই হল আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না ভারত। কিন্তু পরিস্থিতির চাপে ভবিষ্যতে কী নীতি ভারতে নেবে তা ভবিষ্যতই বলতে পারে।

 

সম্পর্কিত খবর