বাংলাহান্ট ডেস্ক : ভারত পাক সংঘর্ষের আবহে ভারতে পাক (Pakistan) শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পড়েছিল তালা। বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী থেকে ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। ফলত এদেশে বসে আর সেসব অ্যাকাউন্টের কনটেন্ট দেখতে পাচ্ছিলেন না আমজনতা। কিন্তু হঠাৎ করেই নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে আবারও। আর তাতেই ক্ষুব্ধ ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
পাক (Pakistan) শিল্পীদের নিয়ে ফের শুরু বিতর্ক
এতদিন ভারত থেকে কোনো পাকিস্তানি (Pakistan) তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই বার্তা ভেসে আসত, ‘ভারতে এই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই। আইনি অনুরোধ মেনেই অ্যাকাউন্টের কনটেন্ট সীমাবদ্ধ করা হয়েছে।’ কিন্তু মঙ্গলবার থেকেই হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে যে ‘রেস্ট্রিক্ট’ করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি আবারও দেখা যাচ্ছে।
আবেদন গিয়েছে মোদীর কাছে: শোরগোল শুরু হতেই ফের আসরে নেমেছে AICWA। সংগঠনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন করা হয়েছে যে, পাক (Pakistan) শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি যাতে পাকাপাকি ভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় এদেশে। ফিল্ম সংগঠনের তরফে বলা হয়েছে, একাধিক পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি আবারো এদেশে দেখা যাচ্ছে।
আরো পড়ুন : BJP কর্মী খুনে CBI-এর অতিরিক্ত চার্জশিট, জ্বলজ্বল করছে TMC-র এই বিধায়ক সহ ১৮ জনের নাম
কী বলা হয়েছে আবেদনে: আবেদনে বলা হয়েছে, ভারত পাক (Pakistan) সমীকরণের আবহে এটি একটি স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনটা হলে তা সেনাবাহিনীর অপমান। সেই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে যারা আপনজনদের হারিয়েছেন তাদের জন্যও এটি খুবই অপমানজনক বলে দাবি করা হয়েছে আবেদনে।
PRESS RELEASE
Date: 2nd July 2025
From: All Indian Cine Workers Association (AICWA)
Subject: Urgent Appeal to Honourable Prime Minister Shri Narendra Modi Ji Regarding the Reappearance of Pakistani Artists’ Social Media & Channels in India – AICWA Demands Immediate and… pic.twitter.com/YQf0d6wZRz
— All Indian Cine Workers Association (@AICWAOfficial) July 2, 2025
আরো পড়ুন : বাবা খ্রিস্টান, মা শিখ, ভাই আবার মুসলিম! ‘বিচিত্র’ পরিবারে ছেলের ধর্ম কী রাখবেন বিক্রান্ত?
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফর, সনম সইদ, বিলাল আব্বাস, ইমরান আব্বাস, ইকরা আজিজ এবং সজল আলির মতো তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়। তবে সেগুলির মধ্যে অনেকগুলি আবারও দেখা যাচ্ছে বলে দাবি। তেমনি বেশ কিছু পাক তারকা খেলোয়াড়দের অ্যাকাউন্টও দেখা যাচ্ছে বলে খবর।