ভারতের থেকে ১ ইঞ্চিও কাশ্মীর দখল করতে পারেনি পাকিস্তান! তুমুল কটাক্ষ তালিবানের

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pskistan) উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই তালিবান। সংক্ষেপে যার নাম টিটিপি। চলতি কথায় পাকিস্তানের তালিবান (TTP)। আছ থেকে ২০ বছর আগে দশক আগে পাক-আফগান সীমানায় জন্ম নেয় এই জঙ্গি গোষ্ঠীটি। এরাই ক্রমে পাক প্রশাসনের মাথাব্যথার মূল কারণ হয়ে উঠছে।

এদিকে ডুবতে বসেছে পাকিস্তানের অর্থনীতি। যেকোনও মুহুর্তে দেউলিয়া হয়ে যাবে। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিও। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে আক্রমণ শানাল পাক তালিবানকে। কার্যত কটাক্ষ করে পাক সেনার উদ্দেশে তাদের খোঁচা, কাশ্মীরের এক ইঞ্চিও ভারতের থেকে ‘স্বাধীন’ করে পারেনি তারা। কেবল নিজের দেশের মানুষের উপর জুলুম করার ক্ষমতাই রয়েছে তাদের।

pakistan

টিটিপির প্রপাগান্ডা সেল টিটিপি উমর মিডিয়ার তরফে পেশ করা বিবৃতিতে এভাবেই কটাক্ষ করা হয়েছে পাক সেনাকে। এরই সঙ্গে টিটিপি আসলে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ছায়া, পাকিস্তানের (Pakistan) এমন দাবিকেও নস্যাৎ করে দিয়েছে পাক তালিবান। তাদের দাবি, যদি সত্যিই ই তাই হত, তাহলে কেন পাক প্রশাসন আফগানিস্তানের বর্তমান শাসক তালিবানের সঙ্গে আফগান ভূখন্ডে টিটিপির অবস্থান নিয়ে আলোচনা করছে।

পাক তালিবানের তরফে পাক সেনাকেই তাদের দেশের বর্তমান রাজনৈতিক ডামাডোল ও আর্থিক টালমাটাল পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে ওই বিবৃতিতে। যত সময় যত এগোচ্ছে ততই পাকিস্তানের মাথাব্যথা হয়ে উঠেছে পাক তালিবান। নয়া বিবৃতির পরে তা আরও পরিষ্কার হল।

জানা যাচ্ছে, শুধুমাত্র পাখতুনখোয়া এলাকায় বিগত তিন মাসে মোট ২৫টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এই হামলায় মোট ১২৫ জন নিরাপত্তারক্ষী মারা গেছে। আহতের সংখ্যা আরও ২১২। এই হত্যাকাণ্ডগুলি অধিকাংশই ঘটিয়েছে পাকিস্তানের তালিবান।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর