ভারত-পাকিস্তান ফাইনালের আগে “হাওয়া গরম”, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের PCB-র

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের আগে ভারতের তারকা পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB (Pakistan Cricket Board)। মূলত, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ভারতীয় বোলারের বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ করেছে। এমতাবস্থায়, PCB-র অভিযোগের পরিধি কতটুকু তা ICC-র সিদ্ধান্তের পরেই জানা যাবে। জানিয়ে রাখি যে, অর্শদীপ সিংয়ের আগে, PCB ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল।

অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের PCB (Pakistan Cricket Board)-র:

অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে কী অভিযোগ জানিয়েছে PCB: সূত্র অনুসারে, যে ঘটনার জন্য অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তা গত ২১ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সুপার ফোর ম্যাচের সময় ঘটেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) মতে, অর্শদীপ সিং ওই ম্যাচ চলাকালীন দর্শকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছিল। PCB দাবি করেছে যে ওই ইঙ্গিতের মাধ্যমে অর্শদীপ ICC-র আচরণবিধি লঙ্ঘন করেছেন।

Pakistan Cricket Board has filed a complaint against this Team India player.

PCB কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে: PCB (Pakistan Cricket Board)-র অভিযোগ অনুসারে, এই বাঁহাতি ভারতীয় ফাস্ট বোলারের আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং খেলার জন্য বিঘ্নজনক ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: আন্দামান সাগরেই লুকিয়ে ছিল “গুপ্তধন”! অবশেষে সন্ধান পেল ভারত

PCB সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ এনেছিল: অর্শদীপ সিংয়ের আগে, PCB (Pakistan Cricket Board) সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। যেখানে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতিকরণ এবং ICC-র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তের দায়িত্ব নেবে “অনন্ত শাস্ত্র”, এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ৩০,০০০ কোটির টেন্ডার

BCCI-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাস্তির সম্মুখীন হারিস রউফ: জানিয়ে রাখি যে, পাক খেলোয়াড় হারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে BCCI-র তরফে ICC-র কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর ICC-র রেফারি হারিস রউফকে তাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করেছেন। এদিকে, এমনও খবর আছে যে, PCB (Pakistan Cricket Board) রউফের বিরুদ্ধে ICC-র সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে।