বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলি (Virat Kohli), ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটারই নিজেদের ক্রিকেট জীবনে একাধিকবার বিতর্ককে নিজেদের সঙ্গী বানিয়েছেন। একে অপরের সঙ্গেও তারা একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন। তার সাম্প্রতিকতম উদাহরণ হল গত আইপিএলে (IPL 2023) এলএসজি বনাম আরসিবি (LSG vs RCB) ম্যাচ, যেখানে দুজনেই মেজাজ হারিয়ে একে অপরের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।
এবার এই বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্রিকেটার, আহমেদ শাহজাদ, যিনি কিছু বছর আগে চেহারায় মিলের কারণে পাকিস্তানের ‘বিরাট কোহলি’ নামে পরিচিত ছিলেন, তিনি সরাসরি গৌতম গম্ভীরকে আইপিএল চলাকালীন ঘটে যাওয়া ওই ঘটনার জন্য দায়ী করেছেন। একটি সাক্ষাৎকারে এসে আইপিএল ম্যাচে হওয়া ওই বিতর্কটা নিয়ে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন।
নিজের কেরিয়ারে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন শাহজাদ। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বিরাট কোহলির প্রতি হিংসা থেকেই গৌতম গম্ভীর তার সঙ্গে সরাসরি ঝামেলায় জড়িয়ে ছিলেন। এই তত্ত্ব কিছু বিরাট কোহলি ভক্ত আগেও তুলেছিল। যদিও বিরাট কোহলির ওডিআই ক্রিকেটে প্রথম শতরানের দিন গম্ভীর নিজের ম্যাচের সেরা পুরস্কার বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল তরুণ কুহলেই যাতে আরো উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে ভালো পারফরম্যান্স নিয়মিতভাবে করতে থাকেন।
কিন্তু সেই সব বিষয় হিসেবে এর মধ্যে না এনে শাহজাদ সাক্ষাৎকারে বলেছেন, “মাঠের মধ্যে দুই ক্রিকেটারের মধ্যে সংঘাত হওয়াটা নতুন কিছু নয় এবং এটা খুব স্বাভাবিক ঘটনা। তাই বিরাট কোহলি বা নবীন উল হকের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেটা নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু গম্ভীরকে দেখে মনে হয়েছে উনি যেন জোর করে আগ্রাসন দেখিয়ে ঝামেলা করতে চাইছিলেন। বিরাট কোহলিকে ফোন করে তার ক্ষমা চাওয়া উচিত।”
আহমেদ শাহজাদ দীর্ঘদিন পাকিস্তান দলের অংশ নন। তিনি পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি ওডিআই এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার নামের পাশে রয়েছে ৫০৫৮ আন্তর্জাতিক রান। কিন্তু ৩১ বছর বয়সে তারকা ভবিষ্যতে পাকিস্তানের হয়ে আর খেলতে পারবে না এমনটা আশা করেন না কেউই।