বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর এক সপ্তাহও বাকি নেই এশিয়া কাপ (2023 Asia Cup) আরম্ভ হওয়ার। আসন্ন এশিয়া কাপটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছেন বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। ভারতে আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে এটি একটি যথার্থ প্রস্তুতি মঞ্চ। বিশ্বকাপে কোন দল কেমন পারফরম্যান্স করতে পারে তার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে এই টুর্নামেন্ট থেকে। তাই ভারতীয় দল (Indian Cricket Team) অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই টুর্নামেন্টকে।
ভারতীয় দল এশিয়া কাপে অভিযান আরম্ভ করবে ২ রা সেপ্টেম্বর। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। চার বছর পর ওডিআই ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে নামবেন বাবর আজম, বিরাট কোহলিরা। ফলে এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে ভালই। আর সবকিছু প্রত্যাশা মতো চললে ওই টুর্নামেন্টে তিনবার একে অপরের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।
ভারতীয় দলকে পাকিস্তান এই ফরম্যাটে শেষবার হারিয়েছিল আজ থেকে ৬ বছর আগে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মহম্মদ আমিরের সাধারণ বোলিংয়ে সামনে বিরাট কোহলির ভারত ভেঙে পড়েছিল তাসের ঘরের মতো। কিন্তু তারপর ২০১৮ সালের এশিয়া কাপে প্রথমে ৮ উইকেটে এবং দ্বিতীয় সাক্ষাতে ৯ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত। এরপর ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮৯ রানের ব্যবধানে জয় পেয়েছিল কোহলির ভারত। শেষ সাক্ষাতের সেই স্মৃতিগুলোই ভারতকে ভরসা জোগাতে বাধ্য।
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানকে ভয় পাচ্ছেন না রোহিত শর্মারা! BCCI-কে স্বস্তি দিচ্ছে ৩ টি কারণ
কিন্তু ভারতকে খুব একটা নিশ্চিন্ত থাকতে দিচ্ছে না পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তুতি সিরিজে মাঠে নেমেছিলেন বাবর আজমরা। আফগানিস্তানকে উড়িয়ে ৩-০ ফলে ওই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। যারা ক্রিকেট বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখে, তারা জানেন যে আফগানিস্তান এখন একেবারে দুর্বল দল নয়। তাদেরকে হারিয়ে এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের এই সিরিজ জয় এই এশিয়া কাপে নামার আগে ভারতকে কিছুটা চিন্তায় রাখবে।
আরও পড়ুন: এশিয়া কাপে কোহলির নামের পাশে রয়েছে এমন ১টি রেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই সিরিজে দুটি অর্ধশতরান করেছেন। সাম্প্রতিক সময়ে তার ওডিআই ফরম্যাটের পরিসংখ্যান সকলকে চমকে দিতে বাধ্য। ওডিআই ফরম্যাটের শেষ ২১ ইনিংস ১১ টি অর্ধশতরান এবং ৫ টি শতরান করেছেন। শেখাতেও ভারতের বিরুদ্ধে নিজের সেরা ছন্দে থাকতে চাইবেন তিনি।