Ekchokho.com 🇮🇳

প্রকৃতির কোপে পাকিস্তান! ভয়াবহ বন্যায় ক্রমশ বাড়ছে সঙ্কট, কমপক্ষে ৭২ জনের মৃত্যু

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান (Pakistan)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যা সেখানকার জনজীবনকে যথেষ্ট প্রভাবিত করেছে। বহু এলাকায় সামগ্রিক পরিস্থিতি ক্রমশ শোচনীয় হয়ে উঠছে। জানা গিয়েছে, পাকিস্তানে গত ১০ দিন ধরে চলমান বৃষ্টিপাত ও বন্যার কারণে কমপক্ষে ৭২ জন মারা গেছেন এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বন্যার কারণে গ্রামাঞ্চলে একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। পরিস্থিতি এমন যে মানুষ বিশুদ্ধ পানীয় জল বা খাবার পাচ্ছে না। প্রশাসন বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভয়াবহ বন্যার সম্মুখীন পাকিস্তান (Pakistan):

বৃষ্টি কোন কোন অঞ্চলে ক্ষয়ক্ষতি করেছে: ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ সোমবার বন্যা সম্পর্কিত তথ্য সামনে এনেছেন। আধিকারিকরা জানিয়েছেন, গত ২৬ জুন থেকে মূলত পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া, পূর্ব পাঞ্জাব, দক্ষিণ সিন্ধু এবং দক্ষিণ-পশ্চিম বালোচিস্তান প্রদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সংস্থাগুলি মোতায়েন করা হয়েছে। অনেক জায়গায় অস্থায়ী ত্রাণ শিবিরও স্থাপন করা হয়েছে।

Pakistan faces severe floods.

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পর্যটকদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে, ভারী বৃষ্টিপাতের ফলে জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে এবং আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ICC-তে ভারতীয়দের রমরমা! CEO হিসেবে নিযুক্ত হলেন সংযোগ গুপ্তা, পরিচয় জানলে চমকে যাবেন

বৃষ্টিপাত কতদিন চলবে: ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে, বৃষ্টিপাতের বর্তমান ধারা ১১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকে সতর্ক করে আধিকারিকরা সচেতন থাকতে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। খাইবার-পাখতুনখোয়া প্রদেশ বৃষ্টিপাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে আধিকারিকরা জানিয়েছেন যে, রাওয়ালপিন্ডি এবং গুজরানওয়ালায় জরাজীর্ণ ভবন ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বন্ধু চিনের সাথে “বিশ্বাসঘাতকতা” পাকিস্তানের? এই বড় চুক্তিকে করল অস্বীকার! সামনে এল “আসল সত্যি”

২০২২ সালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালেও পাকিস্তানে (Pakistan) ভারী বৃষ্টিপাত এবং বন্যা বিপর্যয় ডেকে এনেছিল। সেই সময়ে দেশের এক তৃতীয়াংশ জলে ডুবে গিয়েছিল এবং প্রায় ১,৭৩৭ জন প্রাণ হারিয়েছিলেন। এবারও আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে, একই রকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। এমতাবস্থায়, প্রশাসন জনগণকে সতর্ক থাকার এবং নিরাপদ এলাকায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।