পাকিস্তানে ভয়াবহ হড়পা বান, খাইবার পাখতুনখোয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০০

Published on:

Published on:

Pakistan flash floods leave over 300 dead in Khyber Pakhtunkhwa

বাংলা হান্ট ডেস্কঃ প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শুক্রবারের বানের পর থেকে এখনও পর্যন্ত অন্তত ৩০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নিখোঁজ বহু মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে জোরকদমে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।

হড়পা বানে পাকিস্তানের (Pakistan) একাধিক জেলার মৃত্যু

প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ফৈজি জানিয়েছেন, বাজাউর, বুনের, সোয়াত, মানেহরা, শাংলা, তোরঘর ও বাটাগ্রাম জেলার একাধিক এলাকায় প্রবল বৃষ্টির ফলে হড়পা বান দেখা দিয়েছে। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বুনারে। এখানে মৃতের সংখ্যা ১৮৪ জন। শাংলায় মৃত্যু হয়েছে ৩৬ জনের, মানেহরায় ২৩, সোয়াতে ২২, বাজাউরে ২১ ও বাটাগ্রামে ১৫ জনের। এছাড়া লোয়ার দির অঞ্চলে মৃত্যু হয়েছে ৫ জনের এবং অ্যাবোটাবাদে জলে ডুবে প্রাণ হারিয়েছে এক শিশু।

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

প্রশাসনের হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অনেকেই আর বেঁচে নেই বলে আশঙ্কা। উদ্ধারকাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন হেলিকপ্টার ক্রু সদস্যেরও। ফলে মৃতের সংখ্যা যে আরও বাড়বে, তা নিশ্চিত বলেই মনে করছে প্রশাসন।

Pakistan flash floods leave over 300 dead in Khyber Pakhtunkhwa

আরও পড়ুনঃ ‘বাংলার কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে’, ‘দ্য বেঙ্গল ফাইল’ ট্রেলার লঞ্চ বাতিল হতেই ক্ষোভে ফেটে পড়লেন সৌমিত্র খাঁ

উল্লেখ্য, জুনের শেষ দিক থেকে পাকিস্তানের উত্তরাঞ্চল ও খাইবার পাখতুনখোয়ায় বৃষ্টির তাণ্ডব অব্যাহত রয়েছে। ক্রমাগত বর্ষণে বিপর্যস্ত হচ্ছে গ্রাম-শহর, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির তাণ্ডব এইভাবে আর কিছুদিন চলতে থাকলে মৃত্যুর সংখ্যা ৪০০ ছুঁতে সময় লাগবে না।