বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাল পাকিস্তান তবুও বিশেষ কিছু সুবিধা হলো না। জম্মু কাশ্মীর ইস্যুতে ফের বিশ্বের দরবারে কোণঠাসা করা হলো পাকিস্তানকে। রাষ্ট্রসঙ্ঘ স্পষ্ট জানিয়ে দিল, জম্মু কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক বিষয়, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে দিল্লি ও ইসলামাবাদকেই আলোচনায় বসতে হবে।
উল্লেখ্য, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করায় ইমরান খান রাষ্ট্রসঙ্ঘে দরবার করেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া খবর থেকে জানা যায়, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি দেশ পোল্যান্ড নিমেষেই খারিজ করেছে পাকিস্তানের এমন আবেদন। জম্মু কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত মতামত নিতে ইসলামাবাদকে আলোচনায় বসতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিল রাষ্ট্রসংঘ।
গত মঙ্গলবার, জুম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, যার জেরে মাথায় বাজ ফেটে পড়ে ইসলামাবাদে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান শুভস্য শীঘ্রম পাক সংসদের যৌথ অধিবেশন ডেকে একসাথে বেশ অনেক গুলি কড়া পদক্ষেপ গ্রহন করেন। শুধু তাই নয় এর পাশাপাশি প্রতিনিয়ত উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যায় তাদের। ছিন্ন করা হয় ভারতের সঙ্গে কুটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক, শুধু তাই নয় এর পাশাপাশি দুই দেশের যানবাহন পরিষেবাও বন্ধ করে দেয় পাকিস্তান।