বন্ধু ইমরানের ডাক পড়ার পর, করতারপুর করিডোর উদ্বোধনে যাচ্ছেন কংগ্রেস নেতা সিধু

বাংলা হান্ট ডেস্কঃ করতারপুর করিডোরের উদ্বোধনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কংগ্রেসের নেতা নবজ্যোত সিং সিধুকে বিশেষ আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ইমরান খানের পার্তি তহরিক-এ-ইনসাফ এর তরফ থেকে সিধুকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। পার্টির সেনেটর ফৈজল জাভেদ খান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সিধুর সাথে টেলিফোনে কথা বলেন, আর ওনাকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পাঠান।

sidhu

যদিও এখনো সিধুর তরফ থেকে জানানো হয়নি যে, উনি এই আমন্ত্রণ স্বীকার করবেন কি না। যদিও মিডিয়া রিপোর্টস অনুযায়ী, উনি ইমরান খানের আমন্ত্রণ স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ৯ নভেম্বর করতারপুর করিডোর উদ্বোধনের অবসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নামও আছে। কিন্তু উনি জানিয়ে দিয়েছেন যে, উনি সেখানে কোন অতিথি হিসেবে যাবেন না। উনি ওখানে শুধুমাত্র একজন তীর্থ যাত্রী হিসেবেই যাবেন।

এর আগে যখন ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুকে পাকিস্তানে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে সিধু পাকিস্তানের সেনা প্রধান জেনারেল বাজওয়ার সাথে আলিঙ্গন করেছিলেন। এরপর ভারতের রাজনীতি এবং জনতার মধ্যে সিধুকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। যদিও সিধু সাফাই দিয়ে বলেন, জেনারেল বাজওয়া ওনার সাথে এসে কোলাকুলি করেছে। এরপর সিধুর সমালোচনায় মুখর হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

Sidhu Imran Khan Pakistan army chief 2 0

এরপরেও সিধু পুলওয়ামা হামলার পর শিরোনামে আসেন। তখনও বিরোধী রাজনৈতিক দল গুলোর সাথে সাথে ভারতের জনতার রোষের মুখে পড়তে হয় ওনাকে। কারণ পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে সিধু পাকিস্তানকে ক্লিনচিট দিয়ে ভারতের দোষ খুঁজে পেয়েছিলেন। এছাড়াও খালিস্তান জঙ্গি সংগঠনের নেতার সাথে সিধুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, ওনাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর