হোলিতে ‘জয় শ্রী রাম” ধ্বনি দিয়ে শুভেচ্ছা এই পাকিস্তানি ক্রিকেটারের, ভারতীয় ফ্যানরা রাখল বড় ডিম্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানে ক্রিকেট খেলাটি খুবই জনপ্রিয়। দুই দেশেই ক্রিকেট নিয়ে মারাত্মক উন্মাদনা রয়েছে। উভয় দেশের রীতিনীতিতেও কিছুক্ষেত্রে মিল রয়েছে। এবার হোলির উৎসবে জয় শ্রী রাম স্লোগান তুললেন পাকিস্তানের এক ক্রিকেটার। টুইটারে লোকেরা তার সিদ্ধান্ত ও সাহসিকতার প্রশংসাও করছে। কারণ পাকিস্তানের খেলোযাড়দের খুব একটা ভারতীয়দের প্রশংসা করতে দেখা যায় না।

পাকিস্তানের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া হিন্দু রীতির প্রতিটি উৎসবেই সকলকে শুভেচ্ছা জানান। তিনি হোলি উপলক্ষেও শুভেচ্ছা জানাতে ভোলেননি। তিনি লিখেছেন, “জয় শ্রী রাম, সবাইকে হোলির আন্তরিক শুভকামনা জানাচ্ছি। এই কথা বলার সাথে সাথেই তাকে টুইটারে অভিনন্দন জানানো হয় এবং ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়। কোনও কোনও ক্রিকেটভক্ত তাকে পাকিস্তানের থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন।

পাকিস্তান দলে খেলা দানিশ কানেরিয়া খুবই ভালো খেলোয়াড়। ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় কানেরিয়ার। তার বল বোঝা কোনো ব্যাটসম্যানের পক্ষে সহজ ছিল না। কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১ টি টেস্ট ম্যাচে ২৬১ উইকেট এবং ১৮ টি ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন। পরে ফিক্সিংয়ে সঙ্গে নাম জড়ানোয় দল থেকে বাদ পড়ে কানেরিয়া।

হিন্দু হওয়ার কারণে দানিশ কানেরিয়া বরাবরই পাকিস্তানের মাটিতে বৈষম্যের শিকার হন। কানেরিয়া আব্দুল কাদির, সাকলাইন মুস্তাক এবং মুস্তাক আহমেদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন, তবুও তিনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মনে কিংবদন্তি বোলারদের তালিকায় অন্তর্ভুক্ত হননি। পাকিস্তান দলকে একসময় অনেক ম্যাচ জিতিয়েছেন কানেরিয়া। দানিশ কানেরিয়া নিজেই অনেকবার বলেছেন যে হিন্দু হওয়ার কারণে তার সতীর্থরা তার সাথে বৈষম্য করত। সঙ্গে সঙ্গে দানিশ কানেরিয়া তার টুইটার অ্যাকাউন্ট দিয়ে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। এ নিয়ে মানুষ নানা প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ভারতে আসুন ভাই। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, পাকিস্তানে বসবাস করে এমন টুইট করা সাহসের ব্যাপার। ঈশ্বরের করুণা আপনার ওপর বজায় থাকুক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর