করাচিতে স্বাধীনতা দিবসে ভয়ানক উদযাপন, গুলি ছুঁড়ে উল্লাস, মৃত ৩ আহত বহু

Published on:

Published on:

Pakistan Independence Day Violence Leaves 3 Dead, 64 Injured

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসে পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) আনন্দের উল্লাসে রাস্তায় নেমেছিলেন বহু মানুষ। কিন্তু আনন্দের মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আনন্দে নাচানাচি করতে করতে অনেকে পকেট থেকে বন্দুক বের করে শূন্যে গুলি চালাতে থাকেন। এতে মৃত্যু হয় তিনজনের, আহত হন কমপক্ষে ৬৪ জন। নিহতদের মধ্যে ছিলেন ৮ বছরের এক কিশোরী ও এক বয়স্ক মানুষ।

রাস্তায় কিভাবে বেআইনি গুলি চালানো হয়? অভিযোগের আঙ্গুল পাকিস্তান (Pakistan) প্রশাসনের দিকে

আজিজাবাদ ও কোরাঙ্গি সহ বিভিন্ন এলাকায় উল্লাসের সময় গুলি চালানো হয়। পাকিস্তান (Pakistan) প্রশাসনের দাবি, অধিকাংশ আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সতর্ক করে জানিয়েছে, রাস্তায় বেআইনি গুলি চালানো চলবে না এবং যারা এ ধরনের কর্মকাণ্ড চালাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গ্যাং ওয়ারের জন্য খ্যাত পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi)

পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) সাধারণত গ্যাং ওয়ারের জন্য খ্যাত। জানুয়ারিতে এক গ্যাংওয়ারে মারা যান ৪২ জন, যাদের মধ্যে ৫ জন মহিলা। এছাড়া বিভিন্ন গুলিবিদ্ধ ও ডাকাতির ঘটনায় শহরে চলতি বছরের শুরু থেকেই নিরাপত্তা অবস্থা জটিল। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৫২৮ জন, যাদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

Pakistan Independence Day Violence Leaves 3 Dead, 64 Injured

আরও পড়ুনঃ তিন বছরের দীর্ঘ প্রক্রিয়া, দত্তক নিতে আগ্রহ হারাচ্ছেন বাবা-মায়েরা, দ্রুত সংস্কারের পরামর্শ সুপ্রিম কোর্টের

স্বাধীনতা দিবসের আনন্দ উৎসব পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) রূপ নিল মর্মান্তিক দুর্ঘটনায়। উদযাপনের মধ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখা কতটা জরুরি, তা আবারও প্রমাণ হলো। প্রশাসনকে আরও সক্রিয়ভাবে নজরদারি বাড়াতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হতাহতের ঘটনা এড়ানো যায়।