হায় হায়! এইসব ক্ষেত্রে ভারতকেও টেক্কা দিচ্ছে পাকিস্তান! তালিকায় কী কী আছে জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ১৯৪৭ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। তবে স্বাধীনতা লাভের পর রক্ষা করা যায়নি দেশের অখন্ডতা। স্বাধীনতার সাথে সাথেই দ্বিখন্ডিত হয়ে যায় ভারত। জন্ম নেয় পাকিস্তান (Pakistan)। দেশভাগের ক্ষত বুকে নিয়ে লক্ষ লক্ষ মানুষ চলে আসেন ভারতে। আবার অনেকেই ভারত থেকে পাকাপাকি ভাবে গিয়ে বসবাস শুরু করেন পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে।

পাকিস্তান (Pakistan) ও ভারতের (India) পরস্পরকে টেক্কা

দেশভাগের সাথে সাথে অখন্ড ভারতের কিছু গৌরবময় অধ্যায়ও চলে যায় পাকিস্তানের হাতে। গত কয়েক বছরে একাধিক নেতিবাচক কারণে খবরের হেডলাইন্সে জায়গা পেয়েছে একদা ভারতের অংশ ও বর্তমানে ভারতের (India) প্রতিবেশী দেশ পাকিস্তান। সেদেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অবনতি ক্রমাগত উঠে এসেছে খবরের শিরোনামে।

America has a big reaction about India-Pakistan this time.

তবে আজকের প্রতিবেদনে আপনাদের এমন কিছু তথ্য জানাতে চলেছে যা শুনলে হয়ত চমকে উঠতে পারেন। অনেকেই হয়ত জানেন না ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রটি বেশ কিছু ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ভারতের থেকে। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে ভারতের আরেক প্রতিবেশী দেশ নেপালে।

আরোও পড়ুন : অবাঙালি ছেলের টলিউড জয়, ‘সাথী’ নয় কিন্তু, এটাই ছিল জিতের প্রথম ছবি!

তবে বিশ্বের সর্বোচ্চ তিনটি শৃঙ্গ হিন্দুকুশ, কারাকোরাম ও হিমালয় রয়েছে পাকিস্তানে (Pakistan)। অনেকেই হয়ত জানেন না বিশ্বের বৃহত্তম বন্দরের অবস্থান পাকিস্তানে। ১৯৪৭ সাল পর্যন্ত এই বন্দর ছিল অবিভক্ত ভারতের অংশ। দেশভাগের পর সেটি চলে যায় পাকিস্তানের কাছে। আবার বিশ্বের সবথেকে উঁচু পাকা রাস্তা রয়েছে পাকিস্তানে।

আরোও পড়ুন : OMG! 5G অতীত, এবার আসছে 6G! তৈরি হয়ে গেল বিশ্বের প্রথম 6G ডিভাইস

বিশ্বের সবথেকে উঁচু পাকা রাস্তাটি হল চিন-পাকিস্তান মৈত্রী মহাসড়ক কারাকোরাম। ইধি ফাউন্ডেশন পরিচালিত বিশ্বের সবথেকে বৃহত্তম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে পাকিস্তানে। বিশ্বের বৃহত্তম পোলো গ্রাউন্ড রয়েছে পাকিস্তানের শানদুরে। আন্তর্জাতিক মানের ফুটবল তৈরির জন্য গোটা বিশ্বে খ্যাতি রয়েছে পাকিস্তানের।

india pakistan

সেদেশের শিয়ালকোটে উৎপাদিত বিশ্বমানের ফুটবল গোটা পৃথিবীতে রপ্তানি করা হয়ে থাকে। বিশ্বের প্রথম পারমাণবিক সমৃদ্ধ মুসলিম দেশ পাকিস্তান (Pakistan)। মনে করা হয় ভারতের সমান পারমাণবিক বোমা মজুত রয়েছে পাকিস্তানের কাছে। এমনকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি খেওড়া খনিরও অবস্থান পাকিস্তানে। এই খনি থেকে খনন করা হয় হিমালয়ের গোলাপি লবণ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X