বাংলাহান্ট ডেস্ক : অপারেশন সিঁদুর এর স্মৃতি এখনও ভুলতে পারেনি পাকিস্তান (Pakistan)। পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ১০০ কিমি ভেতরে ঢুকে তাণ্ডবলীলা চালিয়ে এসেছিল ভারতীয় সেনাবাহিনী। নয়টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ক্ষত এখনও দগদগে। এবার ভারতের সঙ্গে এঁটে উঠতে নতুন বাহিনী তৈরি করতে চলেছে পাকিস্তান (Pakistan)।
পাকিস্তানে (Pakistan) যুক্ত হচ্ছে নতুন বাহিনী
বুধবার রাতে পাক সেনাবাহিনীতে নতুন বাহিনী যোগ করার কথা জানালেন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।নতুন ‘আর্মি রকেট ফোর্স’ তৈরি করছে প্রতিবেশী দেশ। পাক সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিতে এই নতুন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন শরিফ।
কী ঘোষণা করেন শরিফ: গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে ল্যাজে গোবরে হওয়ার পর আজ বৃহস্পতিবার পাকিস্তানের ৭৮ তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষেই এই নতুন আর্মি রকেট ফোর্সের ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। যদিও ভারতের সঙ্গে হারের কথা এখনও সর্বসমক্ষে স্বীকার করতে রাজি হয় পাকিস্তান (Pakistan)। শরিফের দাবি, ভারতের বিরুদ্ধে সংঘর্ষে নাকি পাকিস্তানি সেনাই সাফল্য পেয়েছে। সেই উপলক্ষেই নতুন বাহিনীর অবতারণা।
আরও পড়ুন : পাত্তাই পেল না জি বাংলা, TRP লিস্ট জুড়ে জলসার রাজত্ব, প্রথম স্থানে কে?
কী এই বিশেষ বাহিনী: ঠিক কেমন হতে চলেছে এই নতুন বাহিনী? সেটা খোলসা না করলেও কূটনীতিকদের মতে, চিনের নকল করেই নতুন বাহিনী তৈরি করেছে পাকিস্তান। উল্লেখ্য, চিনের পিপলস লিবারেশন আর্মির চতুর্থ শাখার নাম ‘রকেট ফোর্স’, যা মূলত চিনা সেনার হাইপারসনিক, ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র এর অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি চিনের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণও রয়েছে এই বাহিনীর কাছেই। পাকিস্তানও (Pakistan) কি একই পথে হাঁটছে?
আরও পড়ুন : ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে ‘স্মার্ট কার্ড’! দেশজুড়ে বিরাট উদ্যোগের পরিকল্পনা কেন্দ্রের
চিনের সঙ্গে পাকিস্তানের গলাগলি নতুন নয়। ভারতের সঙ্গে সংঘর্ষের সময়ও পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে জিনপিংয়ের দেশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চিনকে ‘বন্ধু’ বলে তোয়াজ করতেও দেখা গিয়েছে শেহবাজ শরিফকে। নতুন বাহিনীর বিষয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি থাকা বাহিনীটি নতুন মাইলফলক গড়ে তুলবে পাকিস্তানের সেনাবাহিনীতে।