দেওয়ালে ঠেকেছে পিঠ! উপায় না পেয়ে ভারতের সাথে বাণিজ্য শুরু করতে আগ্রহী পাকিস্তান, বদলে গেল সুর

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, এটি ভারত-পাকিস্তানের (India-Pakistan) সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। মূলত, পাকিস্তানের নতুন সরকার ভারতের সঙ্গে বাণিজ্যিক দিকে অগ্রগতির কথা ভাবছে। পাশাপাশি, পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার বিষয়ে ইচ্ছেপ্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, ২০১৯ সালে ভারত জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে। এরপর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানি ব্যবসায়ীদের। কারণ, ভারতের বড় বাজারের সুবিধা নিতে পারছে না পাকিস্তানি ব্যবসায়ীরা।

তবে, ব্রাসেলসে পারমাণবিক শক্তি সম্মেলনে যোগদানের পর লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে ফের বাণিজ্য শুরুর বিষয়ে মন্তব্য করেন পাক বিদেশ মন্ত্রী। সেই সময়ে তিনি বলেন, পাকিস্তানি ব্যবসায়ীরা ভারতের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী। তিনি আরও জানান যে, “আমরা আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারি না।” এক প্রশ্নের জবাবে দার বলেন, “আমরা ভারতের সঙ্গে ব্যবসা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।” এদিকে, একাধিক বিশেষজ্ঞ এর আগে থেকেই বলে আসছেন যে, পাকিস্তানকে ভারতের সঙ্গে ব্যবসা করা উচিত।

আরও পড়ুন: ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার! ট্রেনের চেন টেনে পগারপার স্বয়ং TTE, তারপরে যা হল….

পণ্য এখনও পাকিস্তানে যায়: দার বলেন, শাহবাজ শরিফের ১৬ মাসব্যাপী সরকার পাকিস্তানকে অর্থনৈতিক পতনের হাত থেকে বাঁচিয়েছে। তাঁর মতে, আগের সরকার পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করেছে। তিনি বলেন, গত বছর পাকিস্তানের ব্যবসায়ীরা ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে চেয়েছিল। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে এখনও পণ্য আসে পাকিস্তানে। কিন্তু সেগুলি সিঙ্গাপুর এবং দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছয়। যা বেশ ব্যয়বহুল। তবে, দার স্পষ্টভাবে বলেছেন যে তিনি ব্যবসা শুরুর বিষয়ে হ্যাঁ বা না-তে উত্তর দিতে পারবেন না।

আরও পড়ুন: জোরকদমে চলছে কাজ! কত হবে বুলেট ট্রেনের ভাড়া? রাখঢাক না রেখে জানালেন রেলমন্ত্রী

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বারংবার ঋণের জন্য IMF-এর কাছে যেতে হয়েছে পাকিস্তানকে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তান যদি অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চায় তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করা উচিত। ভারত থেকে সস্তায় পণ্য কেনা যায়। একইসঙ্গে ভারতে একটি বড় বাজার রয়েছে। প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওই বৃহৎ বাজারের সুবিধা নিতে পারছে না পাকিস্তান। এদিকে, পাকিস্তানের নিশাত গ্রুপের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ মানশা গত বছর বলেছিলেন যে, চিন-ভারত সীমান্ত বিরোধ সত্ত্বেও যদি ওই দেশগুলি ব্যবসা অব্যাহত রাখতে পারে সেক্ষেত্রে ভারত-পাকিস্তানেরও ব্যবসা শুরু করা উচিত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর