বাংলা হান্ট ডেস্কঃ সিন্ধু জল চুক্তি নিয়ে এর আগেও একাধিকবার ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। তাদের একটাই দাবি ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করছে এবার ফের একবার একই দাবি তুলতে দেখা গেল পাকিস্তানকে। জম্মু-কাশ্মীরে চেনাব নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরীর কাজ শুরু করেছে ভারত। এবার সেই প্রকল্পেও বাধা দান শুরু করল পাকিস্তান। যদিও ভারত স্পষ্টতই জানিয়েছে, চুক্তি কোন ক্ষেত্রেই লঙ্ঘন করেনি তারা।
এ বিষয়ে গত সপ্তাহে আপত্তি দায়ের করেন পাকিস্তানি সিন্ধু জল কমিশনের প্রধান সৈয়দ মোহাম্মদ মেহের আলী শাহ। জানা গেছে এ বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবার সিন্ধু জল কমিশনের বৈঠকেও এ ব্যাপারে আপত্তি জানাতে পারে পাকিস্তান। তবে ভারতের পক্ষ থেকে ভারতীয় সিন্ধু জল কমিশনের প্রধান প্রদীপ কুমার সাক্সেনা জানিয়েছেন, এর নকশা সম্পূর্ণভাবে সমস্ত চুক্তি মেনে চলে শুধু তাই নয় কেন্দ্রীয় জল কমিশনও এই নকশাকে মান্যতা দিয়েছেন।
তাই প্রদীপ কুমার সাক্সেনার মতে, ভারতের অধিকার রয়েছে নিজের এলাকায় তার মতো করে উন্নয়ন করার এবং অধিকার প্রয়োগ করার। যদিও পাকিস্তান তিন মাসের মধ্যে আপত্তি জানাতে পারে, কিন্তু এক্ষেত্রে চেনাব নদীর উপর তৈরি জলবিদ্যুৎ প্রকল্পের নকশা সম্পূর্ণরূপে বৈধ। জানা গিয়েছে এই প্রকল্পে প্রায় ৪২৮৭.৫৯ কোটি টাকা খরচ করতে চলেছে ভারত। প্রকল্পটি তৈরি হলে প্রভূত উন্নতি হবে জম্মু এবং কাশ্মীরের। কারণ এই মহা প্রকল্পের মোট ক্ষমতা প্রায় ৬২৪ মেগাওয়াট।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী পূর্বের তিন নদী অর্থাৎ রাভি, বিয়াস এবং শতলজের জল ব্যবহার করার সম্পূর্ণ অনুমতি রয়েছে ভারতের। অন্যদিকে পশ্চিমের নদী অর্থাৎ চেনাব বা চন্দ্রভাগা, সিন্ধু এবং ঝিলমের জল কোনও রকম বাধা ছাড়াই ব্যবহার করার অধিকার রয়েছে পাকিস্তানের।