বাংলাহান্ট ডেস্ক: ইমরান খানকে (Imran Khan) ঘিরে ওঠা মৃত্যুর গুঞ্জন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠতে থাকে যে আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান নাকি আর বেঁচে নেই। কয়েক ঘণ্টার মধ্যেই এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, ইমরান খান পুরোপুরি সুস্থ রয়েছেন, তাঁকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়নি এবং তাঁর চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জেল প্রশাসনের বক্তব্য—“ইমরান খানকে সরানোর খবর সত্যি নয়। তিনি ভালো আছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে।” কিন্তু এসব আশ্বস্তকারী বার্তাতেও উদ্বেগ প্রশমিত হয়নি।
ইমরান খানের (Imran Khan) মৃত্যুর খবর নিয়ে বিবৃতি দিল পাকিস্তানের আদিয়ালা জেল
এদিকে ইমরানের (Imran Khan) বোন আলিমা খান আরও বড় প্রশ্ন তুলে দিয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওঁর মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা।” আলিমা জানান, গত ছয় সপ্তাহ ধরে ইমরানকে আলাদা একটি সেলে রাখা হয়েছে, এবং পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি। তিন থেকে চার সপ্তাহ আগে শেষবার যখন তাঁরা ইমরানকে দেখেছেন, তখন তাঁর স্বাস্থ্য ছিল ‘চমৎকার।’ তাঁকে আলাদা করে রাখার সিদ্ধান্তকে আদালত অবমাননা বলেও অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, বিচারব্যবস্থা ভেঙে পড়েছে, ভালো বিচারক থাকলেও তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে, যা ইমরানের মামলার স্বচ্ছতা নিয়ে আরও প্রশ্ন তুলছে।
আরও পড়ুন: মানসিক চাপে হাসপাতালে পলাশ মুচ্ছল! বাগদান ভাঙার পরই নেটমাধ্যমে ছড়াল ব্যক্তিগত নম্বর
আলিমার বক্তব্যে স্পষ্ট, পরিবারের উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি প্রশ্ন তুলেছেন, “আমরা কীভাবে নিশ্চিত হব উনি ভালো আছেন? তিন সপ্তাহ ধরে কোনও সাক্ষাৎ নেই, কেউই তাঁর কাছে পৌঁছতে পারছে না।” তাঁর কথায়, ইমরানকে (Imran Khan) নিয়ে সাধারণ মানুষের মধ্যেও রাগ ও দুশ্চিন্তা বাড়ছে। আলিমার সতর্কবার্তা, “যদি ওঁর কিছু হয়ে যায়, আপনারা কি মনে করেন পাকিস্তানের মানুষ চুপ করে থাকবে?” তাঁর এই মন্তব্য পাকিস্তানের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। সমর্থকদের একাংশ মনে করছে, ইমরানকে বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।
অন্যদিকে পাকিস্তান সরকারের তরফে এই অভিযোগ গুলিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, ইমরান খান (Imran Khan) নিরাপদেই রয়েছেন। সরকারের দাবি, তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সামান্যতম অবহেলা করা হচ্ছে না এবং সমস্ত নিয়ম মেনে তাঁকে জেলে রাখা হয়েছে। প্রশাসনের দাবি—এই ধরনের গুজব ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন: ২৬ লক্ষের নামই মিলছে না! ডাকা হতে পারে হিয়ারিংয়ে, এই তথ্য না মিললেই ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম
তবুও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ইমরান (Imran Khan) বিরোধী রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে—কীভাবে এমন সেন্সেটিভ তথ্য হঠাৎ করে ছড়িয়ে পড়ল, আর কেনই বা পরিবারকে এতদিন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না? এসব প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। ফলে ইমরান খানকে ঘিরে মৃত্যুর গুঞ্জন আপাতত থামলেও সংশয় কাটছে না। পাকিস্তানের রাজনীতিতে তাঁর ভবিষ্যৎ কী, জেলে তাঁর অবস্থাই বা কতটা স্বচ্ছ—সব মিলিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়ে উঠছে, এবং ইমরানের স্বাস্থ্যের আপডেট জানতে দেশজুড়ে জনমনে অপেক্ষা বাড়ছে প্রতিদিন।












