বাংলাহান্ট ডেস্ক : একেই কি বলে পাকিস্তান (Pakistan)? প্রবল বন্যায় জর্জরিত পাকিস্তান। বন্যা রুখতে চাই বাঁধ। সেই বাঁধ তৈরি করতে লাগবে টাকা। কিন্তু টাকা নেই পাক সরকারের। তাই সাধারণ নাগরিকদের কাছ থেকেই৩০৩ কোটি টাকা তোলে পাকিস্তানের শাহাবাজ সরকার। কিন্তু সেই বাঁধের বিজ্ঞাপন দিতেই পাকিস্তান খরচ করল ৫০০ কোটি টাকা।
পাকিস্তান তার ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্যার সম্মুখীন হয়েছে। বন্যার পরিস্থিতিতে দাঁড়িয়ে পাক সরকার নজর দিয়েছে বাঁধ নির্মানে। পাকিস্তান ঘোষণা করেছে সিন্ধু নদের উপর দাইমার-ভাষা বাঁধ তৈরি হবে। পাক সরকারের দাবি এই বাঁধ হবে পাকিস্তানের জনগণের ভবিষ্যতের জীবন রেখা। কিন্তু পাকিস্তানের এই ‘মেগা বাঁধ’ প্রকল্পই জর্জরিত বিতর্কের আগুনে। যত টাকা পাকিস্তান তার নাগরিকদের থেকে তুলেছে তার প্রায় দেড়গুন টাকা খরচ করেছে এর বিজ্ঞাপন দিতে। যা নিয়ে এবার ঘরে বাইরে সমালোচিত হচ্ছে পাক সরকার।
পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পিএসি ৩০৩ কোটি টাকা খরচ করেছে শুধু বিজ্ঞাপন দিতে। ২০১৮ সালের জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার এই বাঁধ তৈরির কথা ঘোষণা করেন। জানা যাচ্ছে, এই বাঁধ তৈরির কথা প্রস্তাবিত হয় ১৯৮০ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেই সময় বন্ধ হয়ে যায় এর নির্মান।
ইকবাল এহেসান নামের একজন সাংসদ দাবি করেন পাক সরকার বাঁধ তৈরির টাকা খরচ করেছে বিজ্ঞাপন দিতে। তিনি পাকিস্তানের পাবলিক একাউন্টস কমিটির বিরুদ্ধে তদন্ত করারও দাবি জানান বলেই জানা যাচ্ছে। এরপরই পাকিস্তানের পিএসি নিসারের থেকে বাঁধ বানানোর যাবতীয় হিসাব দাখিল করার আদেশ দিয়েছে।
পাকিস্তানের আর এক আইনজীবী রাফায় আলাম অভিযোগ করেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি কিভাবে জনগণের কাছ থেকে টাকা তুলতে পারেন? এটা সম্পূর্ণ ভাবে পাকিস্তানের সংবিধানের পরিপন্থী। তবে এই মুহুর্তে ওয়াকিবহাল মহল করছে পাকিস্তানের স্বপ্নের দাইমার-ভাষা বাঁধ প্রকল্প আপাতত বিশ বাঁও জলে।