জামাইয়ের জন্যই ভারতের কাছে হেরেছে পাকিস্তান! শাহীনের ওপর রাগে ফুঁসছেন শাহিদ আফ্রিদি

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে মুখোমুখি হওয়ার কথা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের। কিন্তু কলম্বোতে প্রবল বৃষ্টির কারণে সেই ম্যাচটি আজও আয়োজন করা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যদি ম্যাচটি শেষ পর্যন্ত আয়োজন না করা যায় তাহলে শ্রীলঙ্কা রান রেটে এগিয়ে থাকার কারণে পৌঁছে যাবে ফাইনালে। আরও একবার ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ফাইনাল হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে এশিয়া কাপে।

যদি ভারতীয় দলের কাছে পাকিস্তান শোচনীয়ভাবে সুপার ফোরের ম্যাচে হারের মুখ না দেখতো তাহলে পাকিস্তানকে এই বিপাকে পড়তে হতো না। সম্মানজনক ভাবে হারলেও রান রেট শ্রীলঙ্কা থেকে ভালো থাকলে তারাই পৌঁছে যেতে পারত এশিয়া কাপের ফাইনালে। তখন আর বৃষ্টির বাঁধার অজুহাত দেখাতে হতো না তাদের।

পাকিস্তানের পারফরম্যান্স দেখে খুবই অসন্তুষ্ট প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। যেভাবে ভারতীয় দলকে ৩৫৬ রান স্কোরবোর্ডে তুলতে দিয়ে পাকিস্তান নিজেরা অসহায় আত্মসমর্পণ করেছে মাত্র ১২৮ রানের স্কোরে, সেই ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না প্রাক্তন অলরাউন্ডার। আর এই ঘটনার জন্য অন্য কাউকে না নিজের জামাই শাহীন আফ্রিদিকেই দোষী মনে করছেন তিনি।

shahid afridi asa

৪৬ বছর বয়সী কিংবদন্তি সম্প্রতি বলেছেন, “নিজের প্রথম দুই ওভারে উইকেট না পেলে আপনি কখনোই মেজাজ হারাতে পারেন না। শাহীন যদি লাইন ও লেংথ ঠিকঠাক রাখতো, তাহলে এই ঘটনা কখনোই ঘটতো না। একই ম্যাচে আমরা যদি নাসিম শাহের বোলিং দেখি তাহলেই বোঝা যাবে যে সঠিক বোলিং করলে আপনি পুরস্কার পেতে বাধ্য। আমার মতে প্রথম ইনিংসের ২০-২৫ ওভারের পরেই ভারত ম্যাচটা জিতে নিয়েছিল।” প্রসঙ্গত ওই ম্যাচে ৭৯ রান বিলিয়ে মাত্র একটি উইকেট পেয়েছিলেন আফ্রিদি। নিজের দশম ওভারটি সম্পূর্ণ করতে না পারলেও নাসিমের ইকোনমিক রেট ছিল ৬-এর কমই।

আরও পড়ুন: IPL দেখে আবিষ্কার অদ্ভুত সমীকরণ! ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিতবে রোহিত শর্মার ভারতই

পাকিস্তানকে এখন শ্রীলঙ্কাকে যে কোন ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছানোর চেষ্টা করতে হবে। কিন্তু সেই কাজটা একেবারেই সহজ হবে না। কারণ ফোটের কারণে দলের দুই তারকা পেছনে নাসিম শাহ এবং হ‍্যারিস রাউফ এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বেশিরভাগ মানুষ চায় যে ফাইনালেও ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা অনুভব করতে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর