বাংলা হান্ট নিউজ ডেস্ক: ছুটছে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি দল। ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রীভাবে হারতে হয়েছিল। কিন্ত সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে ভারতীয় হকি দল দুর্দান্তভাবে ম্যাচ জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। আকাশদীপের দৃষ্টিনন্দন গোল এবং হরমনপ্রীতের জোড়া গোলের সৌজন্যে পাকিস্তানকে ৩-১ ফলে হারিয়েছে ভারতীয় হকি দল। পাকিস্তানের হয়ে একটিমাত্র গোল করেছেন জুনায়েদ।
ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর চেপে বসে ভারত। প্রথমে হরমনপ্রীত ও পরে আকাশদীপের গোলে ২-০ ফলে এগিয়ে যায় ভারত। কিন্তু এরপর ১ গোল করে ব্যবধান কমান পাকিস্তানের জুনায়েদ মঞ্জুর। কিন্তু দ্বিতীয় গোলটি করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হরমনপ্রীত। ৩-১ ফলেই ম্যাচ শেষ হয়। গোটা ম্যাচে ভারত দুরন্ত আক্রমণাত্মক খেলা খেলেছে। পাকিস্তানের গোলকিপার আমজাদ কিছু দুর্দান্ত সেভ না করতে পারলে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো ভারতের।
টুর্নামেন্টে ভারতের শুরুটা ভালো হয়নি। কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-২ ফলে ড্র হয় ম্যাচটি। কিন্তু পরপর বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দুরন্ত ছন্দে ফিরেছে ভারত। এর আগে এশিয়াডে দুই দলই নয়টি করে ফাইনাল খেলেছে ভারত ও পাকিস্তান এর আগে সাতটি এশিয়ান গেমসের হকি ফাইনালে মুখোমুখি হয়েছিল। এশিয়ান গেমসে তারা একে অপরের বিরুদ্ধে মোট নয়টি ফাইনাল খেলেছে, যার মধ্যে পাকিস্তান জিতেছে সাতটি। ভারত সেখানে মাত্র দুটি স্বর্ণপদক জিতেতে পেরেছে।
গতবারও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানেও একই ব্যবধানে অর্থাৎ ৩-১ ফলে ম্যাচ জিতেছিল ভারত। দুর্দান্ত খেলছে ভারতীয় ডিফেন্স। পাকিস্তান, কোরিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে মাত্র তিন গোল হজম করেছে ভারতীয় দল এবং এখনও ১৪ টি গোল করেছে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এরপরে জাপানের মুখোমুখি হবে তারা।