বিশ্বকাপের আগে আচমকাই পাকিস্তানি দলে সুযোগ পেলেন ৩৯ বছরের বুড়ো, ভারতের সঙ্গে রয়েছে কানেকশন

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল নির্বাচনের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল শোয়েব মালিকের না থাকাকে কেন্দ্র করে। মালিক ২০০৭ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি রানার্সআপ এবং ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন। স্বাভাবিকভাবেই এমন এক অভিজ্ঞ খেলোয়াড়ের দলে সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিশ্লেষকরা। আজ ছিল বিশ্বকাপের জন্য দলবদল করার শেষ দিন। অবশেষে ভাগ্যের দ্বার খুলল শোয়েবের জন্য।

যদিও সরাসরি তার পারফরম্যান্সের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়নি তাকে। বরং ৭ অক্টোবর চোট পাওয়ার কারণে দলের বাইরে চলে যেতে হল ফর্মে থাকা শোয়েব মাকসুদকে। আর তার জায়গাতেই এবার নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বেছে নিলেন শোয়েব মালিককে। মাকসুদ এবার পাকিস্তানের হয়ে বেশ ভালো ফর্মে ছিলেন, কিন্তু হঠাৎ এই পিঠে চোট পাওয়ার কারণে আপাতত রিহ্যাবে সময় কাটাতে হবে তাকে। জানিয়ে রাখি, বৃহস্পতিবার সেন্ট্রাল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও খেলতে নামতে পারেননি তিনি।

Sohaib Maqsood ICC

আপাতত তার চোটের এমআরআই করা হয়েছে এবং তা যথেষ্ট গুরুতর বলেই জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। প্রধান নির্বাচক মহাম্মদ ওয়াসিম জানিয়েছেন, “শোয়েব মাকসুদ হতাশ হয়ে পড়েছেন, কারন ২০২১ টি -টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার আশা শেষ হয়ে গেছে। তিনি এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। আমরা তাকে নিয়ে যথেষ্ট চিন্তিত, কিন্তু চোট খেলার অংশ। আমি নিশ্চিত যে তিনি রিহ্যাবে গেলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং ভবিষ্যতের ফের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন।”

শোয়েব মালিককে দলে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে তিনি জানান এ বিষয়ে গোটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন তিনি এবং তার মতে শোয়েবের অভিজ্ঞতা দলের জন্য উপকারী হয়ে উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্লেষকদের মতে শোয়েব মালিক আসার কারণে দলের মধ্যক্রম অনেকটাই শক্ত হবে।

পাকিস্তানের আপডেটেড ১৫ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ খান, ফখর জামা, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ নওয়াজ , মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), সরফরাজ আহমেদ (উইকেট কিপার), শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
রিজার্ভ খেলোয়াড়: খুশদিল শাহ, শাহনওয়াজ দহানি, উসমান কাদির।

বিশ্বকাপের ঠিক আগে দলে বড় বদল করল পাকিস্তান, ফিরলেন এই বিশেষজ্ঞ খেলোয়াড়

Pakistan made big changes in their World Cup team Shoaib Malik came in to the side

T20 WORLD CUP, SHOAIB MALIK, SOHAIB MAQSOOD, SOHAIB MAQSOOD INJURY, PAKISTAN, PAKISTAN CRICKET, INDIA VS PAKISTAN, ICC T20 WORLD CUP 2021,

টি -টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, শোয়েব মালিক, সোয়েব মাকসুদ, সোয়েব মাকসুদ ইনজুরি, পাকিস্তান, পাকিস্তান ক্রিকেট, ভারত বনাম পাকিস্তান, আইসিসি টি -টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021,

Abhirup Das

সম্পর্কিত খবর