পাকিস্তান সমস্ত নাগরিক যাতায়াতের জন্য নিজেদের বায়ু সীমা খুলে দিলো। পিটিআই এর থেকে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে পাকিস্তান ভারতীয় নাগরিকদের যাতায়াতের জন্য তাঁদের বায়ু সীমা খুলে দেয়। খুব তাড়াতাড়ি ভারতীয় বিমান পাকিস্তানের বায়ু সীমা ব্যাবহার করতে পারবে।
PTI এর সুত্র অনুযায়ী, পাকিস্তান সমস্ত এয়ারলাইন্সকে গতকাল ১২ঃ৪১ মিনিট থেকে তাঁদের বায়ু সীমা ব্যাবহার করার অনুমতি দেয়। ভারতীয় এয়ারলাইন্স অপারেটর খুব শীঘ্রই পাকিস্তানের বায়ু সীমা ব্যাবহার করে স্বাভাবিক যাতায়াত শুরু করবে।
পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ তাঁদের এয়ার ম্যান (NOTAM) কে ভারতীয় সময় ১২ঃ৪১ নাগাদ একটি নোটিশ জারি করে। সেই নোটিশে বলা হয় যে, তৎকাল পাকিস্তানের বায়ু সীমা সমস্ত বিমানের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে।
আপানদের জানিয়ে রাখি, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ এ বালাকোটে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান তাঁদের সমস্ত বায়ু সীমা ভারতের বিমানের যাতায়াতের জন্য বন্ধ করে দিয়েছিল। এমনকি কিছুদিন আগে পাকিস্তান এও বলেছিল যে, ভারতীয় বায়ুসেনা যদি তাঁদের এয়ারবেস থেকে যুদ্ধ বিমান না সরায়, তাহলে তাঁরা তাঁদের বায়ু সীমা খুলবে না।
বালাকোটের এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের বায়ু সীমা বন্ধ করা হয়, আর তাঁর কারণে কয়েকশ কোটি টাকা ক্ষতির সন্মুখিন হতে হয় পাকিস্তানকে। যদিও বায়ু সীমা বন্ধ করার জন্য ভারতের এয়ার লাইন্স গুলোকেও ক্ষতির সন্মুখিন হতে হয়, ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এই কয়েক মাসে আনুমানিক ৪৯১ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে।