পাকিস্তানের ‘সন্ত্রাসবাদী’ তালিকায় সলমন? বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা প্রতিবেশী রাষ্ট্রের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে ‘সন্ত্রাসবাদী’ তকমা পেয়েছেন সলমন খান (Salman Khan)! বালোচিস্তানকে পৃথক স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করায় নাকি ভাইজানের উপরে মারাত্মক চটেছে প্রতিবেশী দেশ। আর তারপরেই নাকি এই পদক্ষেপ। কিছুদিন আগেই এমন খবরে ছয়লাপ হয় সোশ্যাল মিডিয়া। কিন্তু খবর আদৌ সত্যি নাকি স্রেফ গুজব? তা নিয়ে ধোঁয়াশা ছিলই। এবার মুখ খুলল পাকিস্তান।

সলমনের (Salman Khan) বিষয়ে মুখ খুলল পাকিস্তান

সম্প্রতি পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে, পাকিস্তানের বালোচিস্তান নিয়ে মন্তব্য করায় সলমন খানকে (Salman Khan) দেশের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘চতুর্থ তফসিল’এ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁকে ‘সন্ত্রাসে সহায়তাকারী’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

Pakistan opened up about Salman Khan controversy

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: পাক সরকারের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র বিভাগের গেজেটে সলমন খানের (Salman Khan) চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে কোনও বিজ্ঞপ্তিই কিন্তু দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমে এ বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যে।

আরও পড়ুন : SIR শুরুর আগেই বড় পদক্ষেপ, সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ বিএলও! নির্দেশ নির্বাচন কমিশনের

কী থেকে শুরু বিতর্ক: জল্পনার সূত্রপাত সলমনের (Salman Khan) একটি মন্তব্য থেকে। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে ভারতীয় ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা নিয়ে শুরু হয় বিতর্ক। সলমন (Salman Khan) বলেন, একটি হিন্দি ছবি সৌদি আরবে মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে, তেমনই তামিল, তেলুগু, মালয়ালম সহ যে কোনও ভাষার ছবিই এখানে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে।

আরও পড়ুন : মোটে দেড় ঘন্টায় কলকাতা থেকে দার্জিলিং! বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেন এটাই, কোথায় চালু হচ্ছে?

এরপরেই অভিনেতা বলেন, এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করছে, সফলও হচ্ছে। সলমনের (Salman Khan) এই মন্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। গুঞ্জন ছড়ায়, পাকিস্তানের একটি প্রদেশ হওয়া সত্ত্বেও বালোচিস্তানের নাম অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে উল্লেখ করায় সলমনের উপরে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। তবে এবার প্রতিবেশী দেশের তরফে বিজ্ঞপ্তি ফাঁস করে পরিস্কার করা হল সবটা।