পাত্তাই দিলেন না মোদী-পুতিন! দূরেই দাঁড়িয়ে রইলেন শরিফ, SCO সম্মেলনে একী অবস্থা পাকিস্তানের?

Published on:

Published on:

Pakistan Prime Minister ignored at SCO Summit 2025.

বাংলা হান্ট ডেস্ক: সোমবার চিনের তিয়ানজিনে শুরু হয়েছে SCO শীর্ষ সম্মেলন (SCO Summit 2025)। এই শীর্ষ সম্মেলনে একাধিক বিশ্বনেতা যোগ দিয়েছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁরা ৩ জনই একে অপরের সঙ্গে কথা বলেন। তাঁদের ৩ জনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

SCO সম্মেলনে (SCO Summit 2025) পাত্তাই পেলেন না শরিফ:

এদিকে, আরেকটি দৃশ্য দেখা গেছে। যেটি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকে আরও কোণঠাসা করেছে। জানিয়ে রাখি যে, পাকিস্তানও এই সম্মেলনের একটি অংশ। সেখানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও অংশ নিয়েছেন। SCO সসম্মেলনে (SCO Summit 2025) এমন একটি মুহূর্ত এসেছিল যখন প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন একে অপরের সঙ্গে কথা বলছিলেন এবং হাত ধরে হাঁটছিলেন। সেই সময়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এক কোণে বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়।

সেই সময়ে কেউ শরিফের সঙ্গে কথা বলছিলেন না। এমনকি, কেউ তাঁর দিকে মনোযোগও দিচ্ছিলেন না। শরিফ সেই সময়ে কেবল প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের দিকে তাকিয়ে ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে, আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে পেয়ে তাঁর সঙ্গে করমর্দন করতে চাইলেও সুযোগই পাননি শরিফ।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্কবোমার আবহে মোক্ষম পদক্ষেপ ভারতের! আমেরিকার উদ্দেশ্যে স্থগিত বিশেষ পরিষেবা

এদিকে, এই শীর্ষ সম্মেলনে (SCO Summit 2025) রাষ্ট্রপ্রধানদের গ্রুপ ফটোতেও এক কোণে দাঁড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। তাঁর থেকে বেশ কিছুটা দূরে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, বিশেষ ডিনারেও একে অন্যের দিক পিঠ ফিরিয়ে ছিলেন মোদী-শরিফ। অর্থাৎ, এই শীর্ষ সম্মেলনে কার্যত পাত্তাই পাননি শরিফ।

আরও পড়ুন: সীমান্ত, সম্পর্ক, সন্ত্রাসবাদ… মোদী-জিনপিং বৈঠকে কোন কোন বিষয় পেয়েছে গুরুত্ব? জানালেন বিদেশ সচিব

উল্লেখ্য যে, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং SCO শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন যে, চিন SCO-কে এগিয়ে নিয়ে যাবে। জিনপিং জানান, বিশ্বব্যাপী নীতিতে কাউকে ভয় দেখানো উচিত নয়। SCO আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা পালন করেছে। তিনি SCO ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তৈরির জন্য প্ল্যাটফর্মের প্রতি আহ্বানও জানান। জিনপিং বলেন, সমস্ত সদস্য দেশই বন্ধু এবং অংশীদার।