ভারতকে পরমাণু হামলার হুমকি দিলো পাকিস্তানের রেল মন্ত্রী, বললেন ভারতীয় মুসলিমদের কোন ক্ষতি হবে না

বাংলা হান্ট ডেস্কঃ নিজের বয়ানের কারণে হামেশাই শিরোনামে থাকা পাকিস্তানের (Pakistan) রেল মন্ত্রী শেখ রাশিদ (Sheikh Rasheed Ahmad) ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করার হুমকি দিলেন। শেখ রাশিদ বলেন, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে আর সেই বোমা অসম পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাই নয়, রাশিদ এও বলেন যে, এই পরমাণু বোমায় ভারতীয় মুসলিমদের কোন ক্ষতি হবে না।

শেখ রাশিদ বলেন, যদি হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটি রক্তাক্ত এবং শেষ যুদ্ধ হবে। পাকিস্তানের রেল মন্ত্রী বলেন, হিন্দুস্তান যদি পাকিস্তানে হামলা করে, তাহলে কথাবার্তার কোন দরকারই পড়বে না। ইমরান খানের মন্ত্রী বলেন, আমাদের হাতিয়ার মুসলিমদের জীবন বাঁচিয়ে অসম পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারবে।

যদিও এটাই শেখ রাশিদের প্রথম হুমকি না। এর আগেও অনেকবার এরকম উল্টোপাল্টা বয়ান দিয়ে তিনি শিরোনামে উঠে এসেছেন।  উনি এর আগে ভারতের নাম না নিয়েই পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। শেখ রাশিদ বলেছিলেন, এই যুদ্ধ এখন আর গোলাগুলির যুদ্ধ হবে না, এবার সোজাসুজি পরমাণু যুদ্ধ হবে। এখন আর চার-ছয়দিন পর্যন্ত ট্যাংক, কামান চলবে না, সোজাসুজি পরমাণু হামলা হবে।

রাশিদ বলেছিলেন, পাকিস্তানের কাছে ১০০ থেকে ২৫০ গ্রামের পরমাণু বোমা আছে। যেটা যেকোন লক্ষ্যকে ভেদ করতে সক্ষম। পাকিস্তানের রেল মন্ত্রীর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হয়েছিল। এরকম উল্টোপাল্টা বয়ান দিয়ে তিনি নিজেকেই হাসির পাত্র করে তুলেছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর