সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় চরম শিক্ষা পেয়েছে পাকিস্তান, মন্তব্য নবনিযুক্ত সেনাপ্রধান নারাভানের

বাংলা হান্ট ডেস্কঃ পাক সন্ত্রাস রুখতে ভারতীয় সেনাবাহিনীর কার্যকারীতার ভূয়শী প্রশংসা করলেন নব-নিযুক্ত সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সীমান্তবর্তী এলাকায় পাক সন্ত্রাস রুখতে একের পর  একের পদক্ষেপ নেওয়া হয়েছে  ভারতীয় সেনার তরফে। তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সাইর্জিক্যাল স্ট্রাইট এবং গত বছরে এয়ার স্ট্রাইক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে মনে করেন নয়া সেনাপ্রধান।

n2

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরাসরি পরিমাণু যুদ্ধ থেকে বিরত থাকলেও সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় জওয়ানরা, এমনটাই মন্তব্য করেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তাতে সীমান্ত লাগোয়া বহু জঙ্গির ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে।

ভারত-পাক সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী জম্মু-কাশ্মীরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে বেশ কিছু বড় সন্ত্রাসের ঘটনাও ঘটেছে। এ সবের জবাব দিতে ভারত ২০১৬ সালের সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। যার জেরে পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। সে সময় পাকিস্তান কোনওভাবেই প্রস্তুত ছিল না সেই সার্জিক্যাল স্ট্রাইকের বিরুদ্ধে মোকাবিলা করার। একইভাবে, গত বছর এয়ার স্ট্রাইকও চলে।

এই দুটি ঘটনা পাকিস্তানকে  রীতিমতো শিক্ষা দিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন নতুন সেনাপ্রধান  নারাভানে। ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে চটজলদি কোনও পদক্ষেপ নেবে না পাকিস্তান।  এ দেশের বিরুদ্ধে প্রায়ই পরমাণু যুদ্ধে হুমকি দেয় পাকিস্তান। কয়েক মাস আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ হওয়ায় পর সেই হুমকি প্রায় নিজে মুখেই  দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই প্রসঙ্গ তুলে জেনারেল বলেন, চাইলেই পরমাণু অস্থ ব্যবহার করা যায় না। নতুন বছরে সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে দেশের জওয়ানদের যেমন উজ্জীবিত করছেন নারাভানে , সেই সঙ্গে পাক সন্ত্রাস রুখতে ভারতীয় সেনাবাহিনী যে সর্বদা প্রস্তুত, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি।

 

 

সম্পর্কিত খবর