ভারতের রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য প্রয়োজন পাক আকাশপথ।অনুরোধ নাকোচ করে নিজেদের আরো এক ধাপ নামিয়ে দিল পাকিস্তান।

 

 

বাংলা হান্ট ডেস্ক: বালাকোট হামলার পর নিজেদের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় পাকিস্তান। এর ফলে  বিভিন্ন বিমানসংস্থা অসুবিধার সম্মখীন হয়। চলতি বছরে মার্চে বিমানপথ আংশিক খুললেও ভারতের বিমান রুট সম্পূর্ণভাবে বন্ধ রাখে পাক।কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।নানা রকম ভাবে ভারতকে অপদস্ত করার চেষ্টা করে ইসলামাবাদ, তা সে কাশ্মীরে অশান্তি তৈরির চেষ্টা করে হোক কিংবা আন্তর্জাতিক স্তরে ভারতকে কোণঠাসা করে হোক।কিন্তু কিছুই পেরে না ওঠায় বেজায় চটে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের আকাশপথ ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী সোমবার যাচ্ছেন আইসল্যান্ড, সুইত্জারল্যান্ড এবং স্লোভেনিয়া সফরে। সূত্র অনুসারে সেই অনুরোধ সরাসরি নাকোচ করে পাকিস্তান।

IMG 20190907 175734

পাক সংবাদমাধ্যমে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান,” পাক আকাশপথ ব্যবহারের জন্য ভারতের অনুরোধ নাকচ করা হয়েছে।” সূত্র অনুযায়ী,, ওই তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ। সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে তাঁদের সঙ্গে। সেক্ষেত্রে পাকিস্তান যে আলোচনার কেন্দ্রবিন্দু হতে ই পারে ।কূটনৈতিক বিশেষজ্ঞ দের মতে সেই কারণেই এই ব্যাঘাত ঘটানোর চেষ্টা পাকিস্তানের।

ad

সম্পর্কিত খবর