শ্রীলঙ্কায় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাঠিয়ে সমালোচিত পাকিস্তান! উল্টে ভারতকেই দোষারোপ ইসলামাবাদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিধ্বস্ত শ্রীলঙ্কার উদ্দেশে পাকিস্তান (Pakistan) যে ত্রাণ পাঠিয়েছে, তা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকট ও জ্বালানির ঘাটতির মধ্যে প্রতিবেশী দেশগুলি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই তালিকায় নাম ছিল পাকিস্তানেরও। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কায় পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডলে ত্রাণ হিসাবে পাঠানো খাদ্যসামগ্রীর যে ছবিগুলি পোস্ট করা হয়, সেগুলি দেখেই শুরু হয় সমালোচনার ঝড়। কারণ সেই প্যাকেটগুলির গায়ে স্পষ্ট দেখা গিয়েছে, খাদ্যসামগ্রীগুলির মেয়াদ ইতিমধ্যেই গত বছর শেষ হয়ে গিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে—শ্রীলঙ্কার মতো বিপর্যস্ত দেশের মানুষকে সাহায্যের নামে পাকিস্তান কি ‘পচা’ খাবার পাঠাল?

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান (Pakistan)

ছবিগুলি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে একের পর এক কটূ মন্তব্য জমা হতে থাকে। বহু নেটিজেন দাবি করেছেন, মেয়াদোত্তীর্ণ খাদ্য পাঠানো মানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে অমানবিক আচরণ। এক নেটিজেন লিখেছেন, “এটা সাহায্য নয়, অপমান। গত বছর অক্টোবরে যার মেয়াদ শেষ হয়েছে, সেই খাদ্য পাঠানো লজ্জাজনক।” আরেকজন প্রশ্ন তুলেছেন, “ত্রাণ পাঠানোর আগে পরিদর্শন করা হয়নি? তাহলে কীভাবে এই মেয়াদোত্তীর্ণ পণ্যগুলি পোস্ট করল হাইকমিশন?” সমাজমাধ্যমে এমনকি পাকিস্তানের (Pakistan) সরকারের দুর্বল প্রশাসন ও অব্যবস্থাপনাকেও skewer করে মন্তব্য করা হয়।

আরও পড়ুন:২০২৯-এর মধ্যেই একাধিক রাফাল ভারতীয় নৌসেনায়! যেকোনও জায়গায় অভিযানে প্রস্তুত, জানালেন প্রধান

ঘটনা নিয়ে পাকিস্তান (Pakistan) সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসলামাবাদ নীরব থাকায় বিতর্ক আরও গভীর হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে ন্যূনতম মান বজায় রাখা দরকার, আর সেই জায়গায় পাকিস্তানের ব্যর্থতাই নেটিজেনদের ক্ষোভ আরও বাড়িয়েছে। শ্রীলঙ্কার পরিস্থিতিকে কেন্দ্র করে সহানুভূতি নয়, বরং পাকিস্তানের অদক্ষতা ও অবিবেচনা নিয়েই এখন চর্চা চলছে সর্বত্র।

 

আরও পড়ুন:৫০,০০০ টাকায় ব্যবসা শুরু করে এখন ৪,০০০ জনের কর্মসংস্থান! চমকে দেবে নীরজের সাফল্যের কাহিনি

এদিকে, এই সমালোচনা এড়াতে পাকিস্তানের (Pakistan) কয়েকটি সংবাদমাধ্যম এক ভিন্ন সুরে অভিযোগ তোলার চেষ্টা করছে। তাদের দাবি, শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে বাধা দিচ্ছে ভারত। ভারত নাকি তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। কিন্তু দিল্লির পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি খণ্ডন করা হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং বিভ্রান্তিকর। নয়াদিল্লির দাবি, পাকিস্তান পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

Pakistan sent expired food items to Sri Lanka!

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১৫ ডিসেম্বরের আগে অবশ্যই সেরে রাখুন এই গুরুত্বপূর্ণ কাজ, নাহলেই হবে জরিমানা

সব মিলিয়ে, শ্রীলঙ্কায় মানবিক সাহায্য পাঠাতে গিয়ে পাকিস্তান (Pakistan) নতুন বিতর্কে জড়াল। একদিকে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাঠানোর অভিযোগ, অন্যদিকে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার—দুই মিলিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়েছে শাহবাজ শরিফের সরকার। দুর্যোগের সময়ে যেখানেই মানবিকতার উদাহরণ দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে পাকিস্তানের এই পদক্ষেপই ঘরে-বাইরে তীব্র সমালোচনার কারণ হয়ে উঠেছে।